Advertisement
Advertisement

ভারতবাসীকে একসূত্রে বেঁধেছেন মোদি, APEC-তে ভূয়সী প্রশংসায় ট্রাম্প

দেখুন ভিডিও।

Donald Trump praises India at APEC, lauds PM Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 10, 2017 2:39 pm
  • Updated:September 25, 2019 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি রক্ষায় ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার APEC বা ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের সিইও সামিটে যোগ দিতে গিয়ে মোদির প্রশংসা করেন ট্রাম্প।

এদিন তিনি বলেন, ‘৭০তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে ভারতে। উদার অর্থনীতিতে ভর করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এগিয়ে চলেছে। তাদের অর্থনৈতিক কাঠামো ক্রমশই মজবুত হচ্ছে।’ তিনি আরও জানান, মধ্যবিত্তরা সমাজের মূলস্রোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করাতেই অবিশ্বাস্য অগ্রগতি হয়েছে ভারতের। আর এরপরই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে আনেন ট্রাম্প। বলেন, ‘ভারতের মতো বিশাল একটি দেশের সমস্ত মানুষকে একসূত্রে বেঁধেছেন মোদিই। তিনি কঠোর পরিশ্রম করে চলেছেন এবং তিনি অত্যন্ত সফল।’

ভারতের প্রশংসা ছাড়াও এদিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্যান্য দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রসঙ্গে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, সম্মানজনক শর্তে যে কোনও দেশের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে প্রস্তুত আমেরিকা। তবে এদিনও চিনের বাণিজ্যিক নীতিকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘অস্বচ্ছ বাণিজ্যিক নীতি মেনে নেওয়া হবে না।’ ১২ দিনের এশিয়া সফরের চতুর্থ লেগে চিন থেকে ভিয়েতনামে পৌঁছেছেন ট্রাম্প। এশিয়ার দেশগুলির সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতেই তাঁর এই সফর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement