Advertisement
Advertisement

Breaking News

নবরাত্রিতে নিরামিষ পিৎজা খাওয়াবে ডমিনোজ

ভারতীয়দের জন্য এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির এই সংস্থা৷

Domino’s Pizza Outlets Across India To Turn 100% Vegetarian During Navratri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 7:14 pm
  • Updated:September 12, 2016 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই মনে হয় বলে চোখধাঁধানো বাণিজ্যিক উদ্যোগ৷ ভারতের বাজারে ইতিমধ্যেই ক্রেতাদের মন জয় করেছে পিৎজা জয়েন্ট ডমিনোজ৷ কিন্তু এবার ভারতীয়দের জন্য এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির এই সংস্থা৷

জানা গিয়েছে, নবরাত্রি উপলক্ষে দেশের ৫০০ টি ডমিনোজ আউটলেটে মিলবে শুধুমাত্র নিরামিষ পিৎজা৷ নবরাত্রি উৎসবের সময় দেশের বহু মানুষ নিরামিষ খাবার খান৷ এই সময় যে কোনও ধরনের আমিষ খাবার তাঁরা এড়িয়ে চলেন৷ পাশাপাশি, যেকোনও ধরনের হোটেল এবং রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন না তাঁরা৷ এবার সেই নিরামিষভোজী ক্রেতাদের জন্যই এই উদ্যোগ ডমিনোজের৷ জানা গিয়েছে, দেশে সংস্থার ৫০ শতাংশ আউটলেটে এই পরিষেবা চালু করা হবে৷ অর্থাৎ দেশের ২৪৮টি শহরের মোট ৫০০টি আউটলেটে মিলবে এই নয়া পরিষেবা৷

Advertisement

এতেই থেমে নেই, নিরামিষ পিৎজায় ব্যবহার করা হবে দেশজ আটা এবং খনিজ লবণ৷ পাশাপাশি, স্টার্টার হিসাবে সাগুদানার ব্যবস্থাও করবে এই সংস্থা, বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement