সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরতে বসা ছোট শরীরে প্রাণ দিয়েছিলেন তিনি। ১২ বছর বুকে ধরে আগলে রেখেছিলেন। তাই তাঁর চলে যাওয়া মেনে নিতে পারল না ছোট জীবটি। মালকিনের মৃতদেহ বাড়িতে আসতেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল তাঁর পোষ্য কুকুরটিও (Dog)। মালকিন পোষ্যের এমন ভালবাসার সাক্ষী রইল উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur) বাররা ২ অঞ্চলের বাসিন্দারা। মালকিনের দেহের পাশেই শেষকৃত্য হল তারও।
উরসুলা হরসম্যানের কাছে একটি হাসপাতালের পাশে কুকুরটিকে (Dog) ফেলে রেখে পালিয়ে গিয়েছিল মা কুকুর। খাবার না পেয়ে এবং শরীরে ঘা হয়ে একেবারে মরতে বসেছিল কুকুরটি। ভাগ্যক্রমে ওই রাস্তা দিয়েই সেদিন গাড়িতে যাচ্ছিলেন অনিতা রাজ সিং। তিনি কুকুরটিকে দেখে গাড়ি থামিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। এসব তাও প্রায় বারো বছর আগের কথা। দত্তক নিয়ে তার নাম দেন ‘জয়া’। অনিতা ছিলেন স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর। আর তার নিত্যসঙ্গী ছিল এই জয়া।
অনিতার ছেলে তেজসের কথায়, “জয়া খুব রোগা ও দুর্বল ছিল। মা ওকে খুব যত্ন করত। ও আমাদের বাড়িরই একজন সদস্য হয়ে গিয়েছিল। কয়েক মাস ধরেই মা খুব ভুগছিলেন। কিডনির সমস্যায় নিয়ে শহরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল মায়ের। গত বুধবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মা।” তেজস আরও জানান, অনিতার দেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন থেকেই জয়া অসম্ভব চিৎকার করছিল। আচমকাই ও চারতলায় উঠে যায় এবং সেখান থেকে নিচে ঝাঁপ দেয়। মেরুদণ্ড ভেঙে যাওয়ায় ওকে সঙ্গে সঙ্গে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওর সেখানেই মৃত্যু হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.