সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিলে হাল ছেড়ে নতুনের সঙ্গে তাল মেলাতে ডিজিটাল হচ্ছে ভারত৷ লাইনের ঝক্কি কাটাতে বাড়ছে অনলাইনের চাহিদা৷ কিন্তু ভার্চুয়াল লেনদেনও কি সম্পূর্ণ নিরাপদ? সেখানেও কি ওত পেতে বসে নেই কোনও সাইবার অপরাধীরা? তার জন্য পর্যাপ্ত সুরক্ষা আছে কি দেশের মোবাইল ও ই-ওয়ালেটগুলিতে? না, এই উত্তরই পাওয়া গেল বিশ্বের অন্যতম চিপসেট নির্মাণকারী সংস্থা ‘কোয়ালকম’-এর পক্ষ থেকে৷
এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য ফাঁস করেন সংস্থার আধিকারিক এস ওয়াই চৌধুরী৷ তিনি বলেন, মোবাইল পেমেন্ট অ্যাপ ও অনলাইন লেনদেনের অ্যাপগুলি ভারতে যে ধরণের সফটওয়্যারগুলি ব্যবহার করে, তাতে হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি নেই৷ যার ফলে এদেশে ডিজিটাল লেনদেনের অধিকাংশ ক্ষেত্রে সাইবার অপরাধের প্রবল সম্ভাবনা রয়েছে৷ চৌধুরীর কথায়, ‘কোয়ালকম’ এই বিষয়টি জানার একমাত্র কারণ তারা মোবাইলের অরিজিন্যাল ইক্যুইপমেন্ট মেকার্সদের (OEMs) সঙ্গে কাজ করে৷
তাহলে এর উপায় কী? সেই উত্তরও দিয়েছেন ‘কোয়ালকম’-এর আধিকারিক৷ এর উপায় মোবাইলের হার্ডওয়্যার সিস্টেমে সিকিউরিটি সফটয়্যার আপলোড করে রাখা৷ কোয়ালকমও এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷ ২০১৭ সাল থেকে তাদের চিপসেটগুলিতে এমন ব্যবস্থা থাকবে যার মাধ্যমে পেমেন্ট গেটওয়ের সময় বিশেষ ইউজার আইডি লাগবে৷ যাতে ডিভাইস আইডি, ফোন ম্যানুফ্যাকচারার সিগনেচার, কিংবা ফোনের অ্যান্ড্রয়েড ভার্সান, দিন, সময় ইত্যাদির উল্লেখ থাকবে৷ যেই তথ্যগুলি সাইবার অপরাধীদের পক্ষে হ্যাক করা প্রায় অসম্ভব৷
এদিন অবশ্য ভারত সরকারের আধার সিস্টেমের প্রশংসা করেছেন এস ওয়াই চৌধুরী৷ এখনও পর্যন্ত অনেক দেশই এই পদ্ধতি চালু করে উঠতে পারেনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.