Advertisement
Advertisement
Doctor's protest

‘নাও অর নেভার’, সুপ্রিম অনুরোধ উড়িয়ে কর্মবিরতি জারি চিকিৎসকদের

সুপ্রিম কোর্টের অনুরোধেও কাজ হল না।

Doctor's protest to continue
Published by: Paramita Paul
  • Posted:August 20, 2024 9:32 pm
  • Updated:August 20, 2024 9:43 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের অনুরোধেও কাজ হল না। কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরছে না চিকিৎসকরা। মঙ্গলবার সাফ জানিয়ে দিল ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেজিক্যাল অ্যাসোসিয়েশন। তাঁর সাফ কথা, ‘ইটস নাও অর নেভার।’ অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রক যতক্ষণ না চিকিৎসকদের নিরাপত্তায় উল্লেখযোগ্য পদক্ষেপ করছে, ততক্ষণ এই কর্মবিরতি চলবে।

 হাসপাতালের কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় (RG Kar Doctor Death) তোলপাড় গোটা দেশ। ঘটনার ভয়াবহতার কথা উল্লেখ করে উদ্বিগ্ন খোদ শীর্ষ আদালত। মঙ্গলবার শুনানির সময়ে  সুপ্রিম কোর্ট (Supreme Court) চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের কথা বলে। বলা হয়, এমন অনেক হাসপাতাল আছে, যেখানে নামী ডাক্তারদের দেখানোর জন্য  দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, সেই দিনক্ষণে পরিষেবা না পাওয়ার অর্থ চিকিৎসা পাওয়া আরও পিছিয়ে যাওয়া। কিন্তু সেই অনুরোধেও কাজ হল না। 

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে বেপরোয়া গতিতে গাড়ি, বাইক আরোহীকে ধাক্কা, গ্রেপ্তার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়]

এদিন চিকিৎসক সংগঠনগুলির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, স্বাস্থ্যমন্ত্রক যতক্ষণ না চিকিৎসকদের আইনি নিরাপত্তা নিশ্চিত করছে ততদিন কর্মবিরতি চলবে। তাদের সাফ ডাক, ‘ইটস নাও অর নেভার।’ আউডডোর পরিষেবা এবং ইলেক্টিভ ওটি (যে সমস্ত অস্ত্রোপচার পরেও করা সম্ভব) আপাতত বন্ধ থাকবে। সুপ্রিম কোর্টের পরবর্তীর রায়ের দিকে তাকিয়ে রয়েছে তারা। ২২ তারিখ মামলার পরবর্তী শুনানি। 

[আরও পড়ুন: আর জি করে ভাঙচুর চালাল কারা? দ্রুত কিনারা করতে SIT গড়ল কলকাতা পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement