ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেম্বারে রাধা-কৃষ্ণের ছবি লাগিয়েছিলেন এক চিকিৎসক। এই অপরাধের উচিৎ শিক্ষা দিতে চিকিৎসককে ‘নিল ডাউন’ করিয়ে রাখার অভিযোগ উঠল বজরং দলের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার নবারণপুর জেলায়। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে বিতর্ক।
জানা গিয়েছে, ওই আর্য়ুবেদিক চিকিৎসকের নাম ভবতোষ মণ্ডল। কিছুদিন আগে ওড়িশার নবারণপুরে একটি চেম্বার খোলেন তিনি। মূলত যৌন রোগের চিকিৎসক ছিলেন তিনি। চেম্বার খোলার পর সেখানে রাধা ও কৃষ্ণের ছবি রাখেন ভবতোষ। তা নিয়েই সমস্যার সূত্রপাত। চেম্বারে হিন্দু দেবদেবী রাধা-কৃষ্ণের ছবি রাখার বিষয়টি ভালভাবে নেননি বজরং দলের সমর্থকরা।
ক্ষোভোর বশে রবিবার ওই চিকিৎসকের চেম্বারে চড়াও হয় বজরং দলের সমর্থকরা। চিকিৎসককে বেধড়ক মারধর করে তারা। রাধা-কৃষ্ণের মূর্তি টাঙানোর জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলে তারা। তাতে রাজি না হওয়ায় জোর করে টানতে টানতে চিকিৎসককে রাস্তায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিল ডাউন করিয়ে রাখা হয় ভবতোষবাবুকে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছেন সব মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.