Advertisement
Advertisement

৪০ টাকার বদলে ৪ লক্ষ টাকা কেটে নিল টোল বুথ

পুলিশের চাপে ভুল স্বীকার করে টোল কর্মী৷

Doctor charged Rs 4 lakh instead of Rs 40 at Karnataka toll plaza
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 14, 2017 12:30 pm
  • Updated:March 15, 2017 8:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের উদুপি এলাকায় টোল প্লাজা কর্মীর হাতে ডেবিট কার্ড তুলে দেন তিনি৷ তারপরই মোবাইলে মেসেজ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া প্রায় বন্ধ জোগাড় তাঁর৷ ৪০ টাকার বদলে ৪ লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে৷ কি করে এমনটা হল? ভুল করে টোল প্লাজা কর্মী ৪০ টাকার পরিবর্তে ৪ লাখ টাকা সোয়াইপ করে ফেলে৷ আর তাতেই এই অঘটন৷ এ নিয়ে অভিযোগ করলে প্রচুর অশান্তির পর টাকা ফেরত পান অভিযোগকারী৷

(মুক্তি পেয়েই বাজিমাত করল ‘বাহুবলী’ সিক্যুয়েলের টিজার)

ঘটনাটি ঘটে শনিবার রাতে৷ রাও নামের মাইসুরুর বাসিন্দা এক চিকিৎসক কোচি-মুম্বই জাতীয় সড়কে গুন্ডমি টোল গেটে ৪০ টাকা দেওয়ার জন্য ডেবিট কার্ড বাড়িয়ে দেন৷ চালক-সহ মুম্বই যাচ্ছিলেন ওই চিকিৎসক৷ কার্ড সোয়াইপের পর তাঁকে রসিদ দেয় টোল কর্মী৷ প্রায় সঙ্গে সঙ্গে তাঁর মোবাইলে মেসেজ আসে, অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে৷ ঘটনায় হতবাক ওই ব্যক্তি টোল কর্মীকে অভিযোগ জানান৷ তবে তা সম্পূর্ণ অস্বীকার করে তারা৷ অবশেষে, ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূর কোটা শহরে গিয়ে থানায় অভিযোগ জানান তিনি৷ ফের টোল প্লাজায় ফিরে আসেন এক পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে৷

Advertisement

(প্রকাশ্যে কুপিয়ে খুন বিজেপি নেতাকে)

প্রাথমিকভাবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, পরে পুলিশের চাপে ভুল স্বীকার করে টোল কর্মী৷ ভুল করে ৪০ টাকার পরিবর্তে ৪ লক্ষ টাকা টাইপ করার কথা মেনে নেয় সে৷ অবশেষে একপ্রকার বাধ্য হয়ে ৩,৯৯,৪৬০ টাকা ফেরত দেয় টোল প্লাজা৷

চিকিৎসার নামে ব্যবসা চলবে না, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement