Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

শরীরে নেই একটুকরো সুতো, হাসপাতালের ভিতরে নগ্ন হয়ে ঘুরছেন চিকিৎসক! বিতর্ক তুঙ্গে

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে।

Doctor allegedly roams undressed inside Maharashtra hospital, video is viral। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 10, 2024 9:59 am
  • Updated:March 10, 2024 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন এক নগ্ন চিকিৎসক! এমনই এক ভিডিও ঘিরে শোরগোল মহারাষ্ট্রে (Maharashtra)। রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলার বিডকিন রুরাল গভর্নমেন্ট হসপিটালের ৪৫ বছরের চিকিৎসককে ঘিরে এমন অভিযোগ ওঠার পর থেকে বিতর্ক তুঙ্গে।

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে হেড নার্স চিকিৎসককে ওই পরিস্থিতিতে দেখে আর্ত চিৎকার করে উঠছেন। তিনি শৌচাগারে যাওয়ার সময় রোগীরা লজ্জায় চোখ বুজে ফেলেন। যদিও তিনি ভ্রুক্ষেপহীন ভাবে হেঁটে যাচ্ছিলেন। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন ওই চিকিৎসক? গুঞ্জন, তিনি নেশাচ্ছন্ন অবস্থায় ছিলেন। আর সেই কারণেই চৈতন্য হারিয়ে পোশাক ছাড়াই হাসপাতালের ভিতরে এভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছে, কী করে একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এমন কাজ করতে পারেন। সোশাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার শরীর নিয়ে খেলা করেছে!’, আদিল ফের বিয়ে করতেই গর্জে উঠলেন রাখি]

এই পরিস্থিতিতে জেলার চিকিৎসা পরিষেবার প্রধান ড. দয়ানন্দ মোতিপাভলে জানাচ্ছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যদি তদন্তে প্রমাণিত হয় ওই চিকিৎসক সত্যিই এই কাজ করেছেন, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

[আরও পড়ুন: চিনের চিন্তা বাড়িয়ে সেলা টানেল উদ্বোধন মোদির, অরুণাচলে ‘মাস্টারস্ট্রোক’ ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement