ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত তো চিনকে (China) শত্রু বলে ঘোষণা করেনি! বরং সেদেশের প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণ করে সঙ্গে নিয়ে ঘুরে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী। বিতর্কের আবহে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ডিএমকে সাংসদ কানিমোঝি (Kanimozhi)।
গত কয়েকদিন ধরে চিন খোঁচায় উত্তাল তামিলনাড়ু (Tamil Nadu)। রাজ্যের একটি বিজ্ঞাপনে চিনা রকেটের ছবি ব্যবহার করা হয়েছিল। সেই নিয়ে তামিলনাড়ুর ডিএমকে (DMK) সরকারকে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেরাজ্যে সফরে গিয়ে বলেন, ডিএমকে সরকার তো কাজ করে না উলটে ভুয়ো কৃতিত্ব দাবি করে। আমাদের প্রকল্পে নিজেদের স্টিকার লাগিয়ে দেয়। এবার তো সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে, ইসরোর প্রকল্পে চিনা রকেটের ছবি ব্যবহার করেছে।”
প্রধানমন্ত্রীর কথার রেশ টেনেই তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট কে আন্নামালাই বলেন, ইসরোর মহাকাশযান পাঠানোর তীব্র বিরোধিতা করেছে ডিএমকে। গোটা দেশ যখন ইসরোর সাফল্য উদযাপন করছে, তখন ডিএমকে চিনের জয়গান গাইছে। তাদের পতাকা তুলে ধরছে। বিজেপি নেতা সাফ জানিয়ে দেন, এই কাজের জন্য ডিএমকে নেতাদের ক্ষমা চাইতে হবে।
এহেন পরিস্থিতিতে বুধবার মুখ খোলেন ডিএমকে সাংসদ কানিমোঝি। তাঁর কথায়, “আমার তো মনে হয় না চিনকে শত্রু দেশ বলে ঘোষণা করেছে ভারত। আমি তো দেখেছি চিনের প্রেসিডেন্টকে নিমন্ত্রণ করেছেন, দুজনে মিলে মহাবলীপুরম বেড়াতে গিয়েছেন। আসলে আপনারা সত্যিটা মানতে চান না তাই অন্যরকম কথা বলে সমস্ত সমস্যা থেকে নজর সরিয়ে দিতে চাইছেন।” তবে কানিমোঝির এহেন আচরণের তীব্র নিন্দা করেছে বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.