সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার তামিলনাড়ুর প্রধান বিরোধী নেতা ডিএমকে (DMK) সুপ্রিমো স্ট্যালিনের জামাইয়ের বাড়িতে আয়কর হানা। স্ট্যালিনের জামাইয়ের মোট চারটি ঠিকানায় শুক্রবার হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। ভোটের মাত্র দিন চারেক আগে স্ট্যালিনের মেয়ের বাড়িতে এই আয়কর হানা নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
বিজেপির (BJP) বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে বিরোধীদের দমন করার চেষ্টার অভিযোগ নতুন নয়। এর আগে খোদ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছিলেন, ভোটমুখী রাজ্যগুলিতে বিরোধীদের চাপে ফেলতে নির্লজ্জভাবে ইডি, সিবিআই (CBI), এনআইএ, আয়কর দপ্তরের মতো এজেন্সিগুলির অপব্যবহার করছে বিজেপি। এই মর্মে দিন দুই আগে স্ট্যালিন-সহ ১৪ জন বিরোধী নেতাকে চিঠিও লেখেন মমতা। ঘটনাচক্রে সেই চিঠি পাওয়ার পরপরই স্ট্যালিনের মেয়ের বাড়িতে এই আয়কর হানা। বৃহস্পতিবার সকালে ডিএমকে সুপ্রিমোর মেয়ের মোট ৪টি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে।
আয়কর দপ্তরের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে স্ট্যালিনর দাবি, তাঁদের রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি। তামিলনাড়ুতে এআইএডিএমকের (AIADMK) সরকার বাঁচাতে আয়কর দপ্তরের অপব্যবহার করা হচ্ছে। শুক্রবার ত্রিচি থেকে তিনি হুঙ্কার ছেড়েছেন,”আমার নাম স্ট্যালিন। এই স্ট্যালিন জরুরি অবস্থা দেখেছে, মিসা আইন দেখেছে। এই সামান্য আয়কর হানায় আমাকে ভয় দেখানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জানা উচিত, আমরা এআইএডিএমকের নেতা নই। প্রধানমন্ত্রী এখন এআইএডিএমকের নামে সরকার বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু ওঁর জানা উচিত, এটা ডিএমকে আর আমি কলাইনরের ছেলে। এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।”
প্রসঙ্গত, আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন। জয়ললিতার অনুপস্থিতিতে দীর্ঘদিন বাদে তামিলভূমে ক্ষমতায় ফেরার প্রত্যাশায় ডিএমকে। তাঁদের সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের। অন্যদিকে, বিজেপি রাজ্যের শাসকদল এআইএডিএমকের সঙ্গে জোট করে ভোটের ময়দানে নেমেছে। দুই শিবিরের এই সম্মুখ সমরে এবার নতুন টুইস্ট আনল এই আয়কর হানা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.