সংবাদ প্রতিদি ডিজিটাল ডেস্ক: কে বসবে কর্ণাটকের (Karnataka) মসনদে? সিদ্দারামাইয়া (Siddaramaiah) না ডি কে শিবকুমার (DK Shivakumar)? কংগ্রেসের (Congress) বিপুল জয়ের এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠকে বসছে দলীয় নেতৃত্ব। আগেই জানা গিয়েছিল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী পদের দুই দাবিদার। এই আবহে স্বস্তির খবর শীর্ষ নেতৃত্বের জন্য। মুখ্যমন্ত্রীত্ব নিয়ে দ্বন্দ্বের মধ্যেই প্রতিপক্ষকে ‘শুভেচ্ছা’ জানালেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি শিবকুমার। বিধায়ক সমর্থনে যে দক্ষিণের রাজ্যের প্রবীণ নেতাই এগিয়ে আছেন, তাও স্বীকার করলেন।
শীর্ষ নেতৃত্বের ডাকে ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন সিদ্দারামাইয়া। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। অন্যদিকে রাতেই শিবকুমারেরও রাজধানী পৌঁছানোর কথা। জানা গিয়েছে, খাড়গে-সহ শীর্ষ নেতৃত্ব রাজ্যের বিধায়কদের মন পড়তে চাইছেন। অধিকাংশ বিধায়ক কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চান তাঁর উপরে অনেকটাই নির্ভর করছে কার ভাগ্যে শিকে ছিড়বে। এই আবহে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে কর্ণাটকের কংগ্রেস সভাপতি শিবকুমার জানিয়েছেন, তিনি ‘বিদ্রোহী’ নন। বলেন, “আমি বিদ্রোহী নই, ব্ল্যাকমেলও করি না… শিশু নই। আমার নির্দিষ্ট লক্ষ্য এবং আনুগত্য রয়েছে।”
প্রসঙ্গত, রবিবার বেঙ্গালুরুতে একটি পাঁচতারা হোটেলে বৈঠক সেরেছেন সদ্যনির্বাচিত বিধায়করা। মুখ্যমন্ত্রীর (Karnataka CM) নাম ঠিক করতে তিন সদস্যের একটি কমিটি গড়েছে কংগ্রেস। প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে সেই কমিটির সদস্যরা আলোচনা করেছেন বলেই সূত্রের খবর। তবে দীর্ঘ বৈঠকের পরেও সিদ্ধান্ত নেওয়া যায়নি। আপাতত শোনা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সিদ্দারামাইয়ার প্রতি শিবকুমারের শুভেচ্ছায় অস্বস্তি কমল দলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.