Advertisement
Advertisement
ডি কে শিবকুমার

৫০ দিন পর স্বস্তি, জামিন পেলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার

বুধবারই শিবকুমারের সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী।

DK Shivakumar has been granted bail by the Delhi High Court
Published by: Subhajit Mandal
  • Posted:October 23, 2019 4:54 pm
  • Updated:October 23, 2019 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালেই দেখা করতে গিয়েছিলেন সোনিয়া গান্ধী। দুপুরেই জামিন পেলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। কর্ণাটক রাজনীতিতে শিবকুমার অতি পরিচিত নাম। দীর্ঘদিন ধরেই কংগ্রেসের ত্রাতা হয়ে উঠে এসেছেন তিনি। গুজরাটে রাজ্যসভার নির্বাচনের আগেই হোক, কিংবা কর্ণাটকের আস্থাভোট। সবেতেই দলকে প্রায় একার হাতে রক্ষা করেছেন শিবকুমার। কর্ণাটকের সরকার বদল হতেই আর্থিক প্রতারণার দাতে ইডির হাতে গ্রেপ্তার হন তিনি। অবশেষে তিনি।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ ছিল, হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা আর্থিক তছরূপ করেছেন শিবকুমার। আয়কর দপ্তরের দাবি, শিবকুমার ও তাঁর সহকারী এস কে শর্মা হিসেব বহির্ভূত টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করে দিয়েছেন। তদন্তকারীদের দাবি, এবছরের আগস্ট মাসে দিল্লি ও বেঙ্গালুরুতে শিবকুমারের বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালিয়ে হিসেব বহির্ভূত ২০ কোটি টাকার খোঁজ মিলেছিল। সেই অভিযোগের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে ইডি।

Advertisement

[আরও পড়ুন: হরিয়ানায় উলটো ফলের ইঙ্গিত নয়া সমীক্ষায়, আশায় বুক বাঁধছে কংগ্রেস]

গ্রেপ্তার হওয়ার ৫০ দিন পর বুধবার দিল্লি হাই কোর্ট তাঁকে শর্তসাপেক্ষ জামিন দিল। ২৫ লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন কংগ্রেস নেতা। সেই সঙ্গে তাঁর বিদেশযাত্রার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের অনুমতি ব্যতীত বিদেশ যেতে পারবেন না তিনি। উল্লেখ্য, এদিন সকালেই শিবকুমারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। দল যে পুরোপুরিভাবে শিবকুমারের পাশে আছে সেটা বোঝাতেই সোনিয়ার এই তিহার যাত্রা। শুরু থেকেই কংগ্রেস অভিযোগ করে এসেছে, প্রতিহিংসা চরিতার্থ করতেই একের পর এক বিরোধী নেতাদের এজেন্সির মাধ্যমে বিপাকে ফেলার চেষ্টা করছে বিজেপি। শুধু শিবকুমার নয়, কর্ণাটকে জোট সরকারের পতনের পর অনেক নেতাকেই টার্গেট করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement