Advertisement
Advertisement
ব্র্যান্ডেড মদ

দিওয়ালি ধামাকা, একলাফে অনেকখানি দাম কমছে বেশ কিছু ব্র্যান্ডেড মদের

দেখে নিন কোন মদ কত দামে পাওয়া যাবে।

Diwali special: Many Foreign liquors to get cheaper in Delhi
Published by: Sulaya Singha
  • Posted:October 20, 2019 2:40 pm
  • Updated:October 20, 2019 2:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো শেষ হতেই ঠান্ডা বাতাস শীতের বার্তা নিয়ে আসছে। রাত পড়লেই তাপমাত্রা বেশ কিছুটা কমে যাচ্ছে। এমন ঠান্ডা ও উৎসবের মরশুমে বিক্রিও বাড়ছে বিদেশি মদের। আর কালীপুজোর আগেই এল নতুন খবর। দিওয়ালি উপলক্ষে সোমবার থেকেই কমছে বেশ কয়েকটি ব্র্যান্ডেড মদের মূল্য।

অ্যাবসোলিউট ভদকা, শিভাস রিগাল ১২ YO-র মতো প্রথম শ্রেণির ব্র্যান্ডেড মদের দাম অনেকটাই কমছে রাজধানী দিল্লিতে। যদিও উত্তরপ্রদেশে এর মূল্য একই থাকবে বলে জানা যাচ্ছে। তবে দাম কমলে দিল্লি, নয়ডা এবং গুরগাঁওয়ে মদের চোরা কারবারি রোখাও কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে বলেই আশঙ্কা করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, দিওয়ালিতে দিল্লিতে বিভিন্ন ব্র্যান্ডেড মদের দাম কতটা কমছে।  

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে প্রেসিডেন্ট, তুরস্কের মাটিতে পা রাখবেন না মোদি]

অ্যাবসোলিউট ভদকার ৭৫০ এমএল বোতলের দাম ১,৮০০ টাকা থেকে কমে হচ্ছে ১,৪০০ টাকা। অন্যদিকে উত্তরপ্রদেশে একই জিনিস পেতে খরচ প্রায় ২,৪৫০ টাকা। বালানটাইন্স ফাইন্স (Ballantine’s Fines) দিল্লিতে পাওয়া যাবে ১,৩৫০ টাকায়। উত্তরপ্রদেশে এর দাম দুহাজার টাকা। শিভাস রিগাল ১২ YO-র যোগী আদিত্যনাথের রাজ্যে মূল্য ৩,৮০০ টাকা। রাজধানীতে তা মিলবে ২,৮০০ টাকায়। দিল্লিবাসীরা জনি ওয়াকার রেড লেভেল এবং ব্ল্যাক লেভেলও পাবেন অনেকটা সস্তায়। দাম যথাক্রমে ১,৩৫০ ও ২,৫০০ টাকা। উত্তরপ্রেদেশে যার দাম ২,৩০০ টাকা ও ৩,৮০০ টাকা।

উত্তরপ্রদেশে যে বিদেশি মদের দাম কমবে না, তা চলতি অর্থবর্ষের শুরুতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানাচ্ছেন সরকারি আধিকারিকরা। গৌতম বুদ্ধ নগরের ডিস্ট্রিক্ট এক্সাইস অফিসার রাকেশ বাহাদুর সিং বলেন, মদের দামে বদল আনা হবে কি না, পরবর্তী অর্থবর্ষের আগে তা রাজ্য সরকার আলোচনার মাধ্যমে ঠিক করতে পারে। দিল্লি ও নয়ডায় মদের মূল্য হ্রাস বাজারে কী প্রভাব ফেলে, তা দেখে পরবর্তী পদক্ষেপ করবে লখনউ।

[আরও পড়ুন: রেস্তরাঁয় রান্না থেকে পরিবেশন সবই করছে রোবট, জানেন কোথায়?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement