Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

‘১০ হাজার দিলে বাঁচাব’, ডুবুরির সঙ্গে দরদামের মাঝেই গঙ্গায় ডুবে মৃত্যু স্বাস্থ্যকর্তার

শিউরে ওঠার মতো এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে।

Diver demanded rs 10000 to save, Uttar Pradesh man drowns in Ganga
Published by: Amit Kumar Das
  • Posted:September 1, 2024 7:45 pm
  • Updated:September 8, 2024 10:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাঁচাতে পারি, কিন্তু ১০ হাজার টাকা দিতে হবে।’ মানবিকতাকে অর্থের দাড়িপাল্লায় তুলে ঠিক এমনই দরদাম চলছিল গঙ্গা পাড়ে। ওদিকে মাঝগঙ্গায় তখন হাবুডুবু খাচ্ছেন এক ব্যক্তি। জীবন-মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে তিনি তখন অবলম্বন খুঁজছেন। শেষ পর্যন্ত ডুবুরিকে অনলাইনে টাকা পাঠানো হলেও সে প্রক্রিয়ায় পেরিয়ে যায় অনেকটা সময়। ততক্ষণে নদীতে তলিয়ে গিয়েছেন ব্যক্তি। চরম অমানবিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে।

জানা গিয়েছে, গঙ্গায় তলিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম আদিত্য বর্ধন সিং (৪৫)। তিনি বারাণসীর স্বাস্থ্য বিভাগের ডিপুটি ডিরেক্টর। লখনউয়ের বাসিন্দা ওই শনিবার ছুটির দিনে ২ বন্ধুর সঙ্গে উন্নাও গিয়েছিলেন। সেখানে দুপুরে গঙ্গার ঘাটে স্নান করতে নামেন। জলে নামার পর স্রোতের টানে পড়ে যান। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এক ব্যক্তি যিনি পেশায় উদ্ধারকারী দলের সদস্য। আদিত্যর বন্ধুরা তাঁর কাছে সাহয্যের আরজি জানান। তবে অভিযুক্ত ওই ব্যক্তি স্পষ্ট জানিয়ে দেন, তিনি সাহায্য করবেন তবে ১০ হাজার টাকা দিতে হবে। অনলাইনে এখনই পাঠাতে হবে টাকা।

Advertisement

[আরও পড়ুন: উগ্রপন্থার দাপট বাংলাদেশে! হিন্দু শিক্ষকদের বাধ্য করা হচ্ছে ইস্তফা দিতে, শিকার বহু]

উপায়ান্ত না দেখে আদিত্যর বন্ধুরা তাঁকে অনলাইনে ১০ হাজার টাকা পাঠান। তবে টাকা ঢোকার মেসেজ মোবাইলে না আসা পর্যন্ত জলে নামেননি অভিযুক্ত। নদীর পাড়ে এই সব কাণ্ডকারখানা চলাকালীন পেরিয়ে যায় অনেকটা সময়। ততক্ষণে নদীতে তলিয়ে যান ওই স্বাস্থ্যকর্তা। এদিকে নদীতে আদিত্যর আর কোনও চিহ্ন দেখতে না পাওয়ায় জলে নামার আগ্রহ দেখাননি ডুবুরি।

[আরও পড়ুন: বিমানে রয়েছে বোমা! মাঝ আকাশে আতঙ্ক ইন্ডিগোয়, জরুরি অবতরণ]

এই ঘটনার পর স্থানীয় লোকেরাই তড়িঘড়ি বিষয়টি প্রশাসনকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তরপ্রদেশ পুলিশের পিএসি ও এসডিআরএফ। ওই ব্যক্তির খোঁজ পেতে নামানো হয় একাধিক ডুবুরিকে। তবে দীর্ঘ তল্লাশির পরও এখনও আদিত্যর কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। এমন মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো শিউরে উঠছেন সাধারণ মানুষ। অভিযুক্ত ওই ডুবুরির শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement