Advertisement
Advertisement
Narendra Modi

৬ বছরের জন্য মোদির ভোটে দাঁড়ানো নিষিদ্ধ হোক, শীর্ষ আদালতে মামলা

মামলাকারীর অভিযোগ, ধর্মের নামে ভোট চাইছেন নরেন্দ্র মোদি, যা নির্বাচনী বিধিভঙ্গের সামিল।

Disqualify Narendra Modi from elections for six years, plea in Supreme Court

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:May 14, 2024 4:05 pm
  • Updated:May 14, 2024 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচারে বেরিয়ে নির্বাচনী বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখানোর পাশাপাশি, লাগাতার ঘৃণা ভাষণ দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর বিরুদ্ধে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ তুলে এবার মামলা দায়ের হল শীর্ষ আদালতে (Supreme Court)। মামলাকারীর তরফে আবেদন জানানো হয়েছে, ধর্মের নামে ভোট চাওয়ার জন্য আগামী ৬ বছর মোদির নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার উপর নিষেধাজ্ঞা জারি করুক আদালত। 

 

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মঙ্গলবার শীর্ষ আদালতে এমনই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ফতিমা নামে এক মহিলা। মোদির বিরুদ্ধে মামলাকারী অভিযোগ করেন,  নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী লাগাতার হিন্দু দেবতা ও মন্দিরের নামে ভোট চাইছেন। এটা কোনওভাবেই কাম্য নয়। এই ঘটনা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। ফলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক এবং ৬ বছরের জন্য তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিধিনিষেধ জারি হোক। এই মামলায় পার্টি করা হয় নির্বাচন কমিশনকেও। তবে এদিন শুনানি চলাকালীন পত্রপাঠ এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। আদালতের তরফে জানানো হয়, এই মামলায় আদালত কোনও পদক্ষেপ নিতে পারে না। পাশাপাশি মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘এক্ষেত্রে আপনি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (নির্বাচন কমিশন) কাছে আবেদন জানিয়েছেন? প্রথমে সেখানে আবেদন জানানো উচিৎ আপনার।’ 

[আরও পড়ুন: ‘মানবিকতা সংকটে, বন্ধ হোক এ রক্তের হোলি’, রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনের পাশে ভারত]

যদিও মোদির বিরুদ্ধে এহেন মমলা এই প্রথমবার নয়, এর আগে মোদির বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। তাঁর মামলাও খারিজ করে দিয়েছিল আদালত। সেখানে মামলাকারীর অভিযোগ ছিল, ভোট প্রচারে সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এমনকী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আর্জি রাখা হয় আদালতের কাছে। তবে আদালত জানায়, নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে। ফলে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। 

[আরও পড়ুন: ফের দিল্লির হাসপাতালে বোমাতঙ্ক, যুদ্ধকালীন তৎপরতায় শুরু তল্লাশি অভিযান]

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারে গিয়ে বার বার ঘৃণা ভাষণের অভিযোগ উঠেছে মোদির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে আপনাদের মঙ্গলসূত্রটাও এরা তাদের হাতে তুলে দেবে যারা অধিক সন্তানের জন্ম দেয়। প্রধানমন্ত্রীর এমন তীব্র মুসলিম বিরোধী মন্তব্যের বিরুদ্ধে সরব হয় বিরোধী শিবির। নির্বাচন কমিশনে দায়ের হয় বিধি ভঙ্গের অভিযোগ। যদিও মোদির বিরুদ্ধে পদক্ষেপের পরিবর্তে এই ঘটনায় বিজেপিকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন। এই ঘটনার বিরুদ্ধেও সরব হয়েছে কংগ্রেস। সরাসরি মোদির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে তামিলনাড়ুর হাইকোর্টে মামলা দায়ের করেছে কংগ্রেস। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement