Advertisement
Advertisement

Breaking News

৯ মাসের শিশুকে কোলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ দিলেন মা

অবসাদের জের!

Disillusioned with life Hyderabad woman plunges to death with child
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 23, 2018 9:02 am
  • Updated:January 23, 2018 9:02 am  

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসাদের জের। ন’মাসের অসুস্থ মেয়েকে নিয়েই আবাসনের ছ’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ। মৃত গৃহবধূর নাম এস স্বাতী (৩০)। শিশু এস সানভি। মেয়ের আজন্ম অসুস্থতায় হতাশায় ভুগছিলেন মা। নিয়মিত ওষুধ চললেও সুস্থ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের চাঁদনগরের সাঁই পার্ল আবাসনে।

[ভারতীয় প্রেমিকের সঙ্গে পাক কন্যার বিয়ে দিয়ে মন জিতলেন সুষমা]

ওই আবাসনের একটি ফ্ল্যাটে দুই সন্তান ও স্বামীকে নিয়ে থাকতেন স্বাতী। স্বামী প্রদীপ কুমার একটি বেসরকারি ফার্মের কর্মী। পাঁচ বছরের বড় ছেলেটি সুস্থ হলেও জন্ম থেকেই অসুস্থ মেয়ে সানভি। ২০১৭ সালের মে মাসে বেশকিছু জটিল শারীরিক সমস্যা নিয়েই জন্মায় মেয়ে। তারপর থেকেই নিয়মিত চিকিৎসা চলছে। তবে ওষুধ ছাড়া মেয়েকে কোনওভাবেই সুস্থ রাখা যায় না। মাসখানেক আগে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই একমাস চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পর সম্প্রতি সানভিকে বাড়ি নিয়ে আসা হয়। দিনকয়েক ঠিক থাকার পর মাঝেমাঝেই অসুস্থ হয়ে পড়ছিল ছোট্ট সানভি।

Advertisement

এদিকে মেয়ের নিয়মিত অসুস্থতা নিয়ে চিন্তায় ছিলেন স্বাতী ও প্রদীপ। রীতিমতো হতাশায় ভুগছিলেন স্বাতী। গতকাল বেলার দিকে মেয়েকে কোলে নিয়েই ফ্ল্যাটের ব্যালকনিতে চলে আসেন তিনি। তারপর গোটা আবাসনচত্বর শান্ত হয়ে এলে সেখান থেকে ঝাঁপ মারেন। বেশকিছুক্ষণ ওভাবেই পড়েছিল মা-মেয়ে। বিকেলে লোক চলাচল শুরু হলে দেখা যায় আবাসনচত্বরে পড়ে আছে মা-মেয়ের নিথর দেহ। গোটা এলাকা রক্তে ভাসছে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

[জন্মদিনে দেশের বীর সন্তানকে স্মরণ মোদি-কোবিন্দ-মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement