Advertisement
Advertisement
Thiruvananthapuram airport

‘আদানির হাতে বিমানবন্দর দিলে সাহায্য করব না’, কেন্দ্রকে হুঁশিয়ারি বিজয়নের

বুধবার তিরুবন্তপুরম বিমানবন্দরকে আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।

Difficult to Hand Over Airport to Adani: Kerala CM Writes to PM
Published by: Soumya Mukherjee
  • Posted:August 20, 2020 1:06 pm
  • Updated:August 20, 2020 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরুবন্তপুরম বিমানবন্দর আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হলে তাঁরা কোনওরকম সাহায্য করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে পরিষ্কার একথা জানিয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। ওই চিঠিতে কেন্দ্রীয় সরকারের কাছে বিমানবন্দর হস্তান্তরের সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখারও অনুরোধ জানিয়েছেন তিনি।

বুধবার দেশের আরও তিনটি বিমানবন্দর তিরুবন্তপুরম (Thiruvananthapuram), জয়পুর (Jaipur) ও গুয়াহাটি (Guwahati) -কে আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিমানবন্দর হস্তান্তরের এই সিদ্ধান্ত মেনে নেওয়া তাঁদের পক্ষে খুব কঠিন বলেও উল্লেখ করেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এই বিষয়ে হস্তক্ষেপ করুন। যাতে সিদ্ধান্তটি পুনরায় খতিয়ে দেখা হয়। না হলে আমাদের পক্ষে এই কাজে সহযোগিতা করা সম্ভব হবে না।’

Advertisement

[আরও পড়ুন: দ্রুত শেয়ার বিক্রির নির্দেশ! মার্চের মধ্যেই ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণ চায় কেন্দ্র ]

ওই চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, ‘রাজ্য সরকারের তরফে বারবার অনুরোধ করা সত্ত্বেও তাতে গুরুত্ব দেওয়া হয়নি। ২০০৩ সালে বিমানবন্দরের জন্য বিনামূল্যে জায়গা দিয়েছিল রাজ্য। সেসময় কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে আশ্বস্ত করা হয়েছিল যে কোনওদিন বিমানবন্দরটি বেসরকারি হাতে তুলে দেওয়া হলে রাজ্যের বক্তব্যও শোনা হবে। কিন্তু, এক্ষেত্রে তা হয়নি। রাজ্যের তরফে একাধিকবার আপত্তি জানানো হলেও নিজের ইচ্ছামত কাজ করেছে কেন্দ্র। তাই কেরলের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে এই বিষয়ে কোনও সহযোগিতা করতে পারবে না।’

[আরও পড়ুন: দেশে বাড়তে থাকা জনসংখ্যা নিয়ে চিন্তিত! মোদিকে চিঠি লিখে আত্মঘাতী ১৬ বছরের কিশোরী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement