Advertisement
Advertisement

Breaking News

Differently abled exempted

প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বাজলে আর দাঁড়াতে হবে না প্রতিবন্ধীদের

নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের৷

Differently abled exempted from standing during National Anthem in halls  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2017 11:55 am
  • Updated:November 9, 2019 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা শুরুর আগে প্রত্যেক প্রেক্ষাগৃহে বাজাতে হবে জাতীয় সংগীত৷ সামনের স্ক্রিনে থাকবে জাতীয় পতাকা৷ দেশকে সম্মান জানাতে উঠে দাঁড়াতে হবে প্রত্যেক ভারতবাসীকে৷ এই মর্মেই নির্দেশ জারি করেছিল দেশের সর্বোচ্চ আদালত৷ নিয়মের এই আওতা থেকে এবার বাদ রাখা হল শারীরিক দিক থেকে প্রতিবন্ধী মানুষদের৷ এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া৷

[চণ্ডীগড়ে চালু হল বাবা রামদেবের প্রথম ‘পৌষ্টিক’ রেস্তরাঁ]

Advertisement

মানবিকতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে৷ তাই জাতীয় সংগীতের বাধ্যতার আওতা থেকে বাদ রাখা হয়েছে সেরিব্রাল পালসি, পারকিনসন রোগ, পেশীজনিত রোগ ও  পুষ্টির অভাবের হওয়া রোগে আক্রান্ত মানুষদের৷ যাদের সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজলে উঠে দাঁড়াতে হবে না৷ কিছুদিন আগেই এক ঘটনার জেরে সুপ্রিম কোর্ট জানিয়েছিল সিনেমা চলাকালীন কোনও দৃশ্যে জাতীয় সংগীত বাজলে উঠে দাঁড়াতে হবে না৷ এই নিয়মটি কেবলমাত্র সিনেমার শুরুর সময়ের জন্যই প্রযোজ্য৷ এবার ছাড় পেলেন প্রতিবন্ধীরা৷

[লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেপ্তার বিজয় মালিয়া]

এদিকে, মঙ্গলবার বন্দে মাতরম নিয়ে ওঠা মামলাটিও শুনানির জন্য গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত৷ মামলাটি করেছিলেন শীর্ষ আদালতের সিনিয়র অ্যাডভোকেট অশ্বিনি উপাধ্যায়৷ তাঁর দাবি ছিল, জাতীয় সংগীতের পাশাপাশি সম্মান পাওয়া উচিত বন্দে মাতরমের মতো জাতীয়তাবোধক গানেরও৷ দেশের সমস্ত স্কুলে জাতীয় গানকে বাধ্যতামূলক করা হোক বলে দাবি জানানো হয়েছিল৷ ফেব্রুয়ারি মাসে মামলাটি শুনতে আস্বীকার করে সুপ্রিম কোর্ট৷ তবে মঙ্গলবার সিদ্ধান্ত পাল্টে মামলাটি গ্রহণ করতে রাজি হয়েছে শীর্ষ আদালত৷ এই বিষয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে মতামত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগস্ট মাসের ২৩ তারিখ ফের এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে৷

[‘বাহুবলী’র চমক ফিকে করতে আসছে হাজার কোটির ‘মহাভারত’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement