Advertisement
Advertisement
Name of Puri

পালটে যেতে পারে পুরীর নাম! জোর চর্চা ওড়িশার রাজনৈতিক ও আধ্যাত্মিক মহলে

একাধিক নতুন নামের প্রস্তাব দেওয়া হয়েছে।

Different Organizations have demanded to change the name of Puri | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2021 2:17 pm
  • Updated:November 6, 2021 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জগন্নাথ দেবের ধাম পুরী। বাঙালির অন্যতম প্রিয় স্থান। সময় পেলেই কেউ চলে যান বেড়াতে, কেউ যান জগন্নাথ দেবের দর্শন করতে। এই পুরীর (Puri) নাম পালটানোর দাবি উঠল। আর তা নিয়েই জোর চর্চা ওড়িশার রাজনৈতিক ও আধ্যাত্মিক মহলে।  

puri

Advertisement

শোনা গিয়েছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুরীর নাম পালটানোর দাবি জানানো হয়েছে। শ্রী জগন্নাথ মন্দির ম্যানেজমেন্ট কমিটির বৈঠকেও বিষয়টি তোলা হয়েছিল। সেখানে প্রায় ৩০টি সংগঠন উপস্থিত ছিল। অনেকেই নাকি পুরীর নাম বদলানোর দাবি জানান। অনেক নামের প্রস্তাব দেওয়া হয়। যার মধ্যে সবচেয়ে বেশি দাবি জানানো হয় জগন্নাথ ধাম পুরী এবং জগন্নাথ পুরী নাম দু’টি।

Jagannath Puri temple reopens for all devotees from today

[আরও পড়ুন: Coronavirus: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমল ১৪ শতাংশ, সামান্য উদ্বেগ মৃতের সংখ্যায়]

এ বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী শ্রীক্ষেত্র সূচনা’র সেক্রেটারি রাজেশ কুমার মোহান্তি জানান, অনেক জায়গাতেই পুরীকে জগন্নাথ পুরী হিসেবে উল্লেখ করা হয়। একাধিক পুরাণেও জগন্নাথ পুরীর কথা লেখা হয়েছে। কিছুদিন আগে পুরী গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনিও নাকি পুরী ধামের নাম বদলের পক্ষে।   

Name of Puri

অবশ্য, পুরীর নাম না পালটানোর পক্ষেও অনেকে মত দিয়েছে। পুরীর গোবর্ধন মঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মতে পুরীর নাম বদলানোর কোনও প্রয়োজন নেই। কারণ সারা বিশ্বে পুরী মানেই জগন্নাথ দেবের ধাম।  তিনি জানান, দ্বারকা পুরী, মথুরা পুরী বা অযোধ্যা পুরীর মতো ধামের সঙ্গে পুরী শব্দটি এমনিতেই জড়িত।  শুধুমাত্র জগন্নাথ দেবের ধামের ক্ষেত্রে শুধু পুরী শব্দটি ব্যবহার করা হয়।  আর পুরী নামটির সঙ্গে স্বয়ং জগন্নাথ দেবের মাহাত্ম্য জড়িয়ে রয়েছে। সেটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই পুরীর পরিচয় বদলানোর কোনও প্রয়োজন নেই বলেই মত তাঁর। 

[আরও পড়ুন: পেট্রল-ডিজেলে VAT কমায়নি বাংলা-সহ ১৪ রাজ্য! চাপ বাড়াতে তালিকা প্রকাশ কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement