Advertisement
Advertisement
Congress

সভাপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে মতানৈক্য, প্রথম দিনই মেছো হাট রায়পুরে কংগ্রেসের প্লেনারি

প্রথমে অধিবেশনে না থাকলেও দুপুরেই হাজির হন সোনিয়া-রাহুল।

Difference over President post's selection or election, Congress plenary witnesses chaos | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 24, 2023 3:43 pm
  • Updated:February 24, 2023 3:49 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, রায়পুর: রায়পুরে কংগ্রেসের প্লেনারির (Congress Plenary Session) প্রথম দিনই দলের মতানৈক্য, যার জেরে কার্যত মেছো হাটে পরিণত হল। দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ। যার জেরে ভেস্তে গেল স্টিয়ারিং কমিটির বৈঠক। আপাতত দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) কাঁধেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার। আগামী ২ দিনে পরিস্থিতি কী হয়, সেদিকেই আপাতত নজর। শুক্রবার, সূচনার দিন প্রথমার্ধ্বে প্লেনারিতে গরহাজির থাকলেও দুপুর ৩টের পর সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi) সেখানে পৌঁছন।

Advertisement

কোন পদ্ধতিতে কংগ্রেসের স্থায়ী সভাপতি নির্বাচন হবে, তা নিয়েই প্লেনারির প্রথম দিনই তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। জানা গিয়েছে, একপক্ষের দাবি, ভোটাভুটির মাধ্যমেই তা ঠিক হোক। আরেকপক্ষ ভোট পদ্ধতির তীব্র বিরোধিতা করে মনোনয়নের ভিত্তিতে সভাপতিকে পদে বসানোর পক্ষে সওয়াল করেন। এনিয়েই বাঁধে বাকবিতণ্ডা। ওয়ার্কিং কমিটিতে নির্বাচনের পক্ষে তিন নেতা – দিগ্বিজয় সিং,  অজয় মাকেন, অভিষেক মনু সিংভি।

[আরও পডুন: জঞ্জালের ভিতরে স্ক্রিপ্ট! শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো হৈমন্তীর হাওড়ার বাড়িতে রহস্য]

এবারের প্লেনারিতে একগুচ্ছ সিদ্ধান্ত হওয়ার কথা। দলীয় সংবিধানের মোট ১৬ টি ধারা, ৩২টি উপধারা সংশোধনে আলোচনা করবেন দলের শীর্ষ নেতারা। কার্যকরী কমিটিতে তপসিলি জাতি, উপজাতি, মহিলা প্রতিনিধিদের আরও বেশি করে ঢোকানোর বিষয়ে সংবিধান সংশোধন হওয়ার কথা। কিন্তু প্রথম দিনই যেভাবে স্টিয়ারিং কমিটির বৈঠক ভেস্তে গেল, তাতে বাকি কাজ নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্লেনারি এভাবে মেছো হাটে পরিণত হওয়ার বিষয়টি দুঃখজনক বলে মনে করছে দলের একাংশ।

[আরও পডুন: নদী থেকে লোকালয়ে বিশাল কুমির! রাতদুপুরে ৮ ঘণ্টার চেষ্টায় জালবন্দি সরীসৃপ]

এদিন ছিলেন না গান্ধী পরিবারের কোনও সদস্য। সূত্রের খবর, ইচ্ছে করেই প্রথম দিনে গরহাজির তাঁরা। দলকে গান্ধী পরিবারের প্রভাবমুক্ত রেখে সদস্যদের স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের রাস্তা মসৃণ করে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই পদক্ষেপ ছিল। তবে পরে তাঁরা প্লেনারিতে যোগ দেন। তবে প্রথমার্ধ্বে সোনিয়া, রাহুলের অনুপস্থিতির কারণেই প্রথম দিন স্টিয়ারিং কমিটির বৈঠক এভাবে মেছো হাটে পরিণত হল বলে মনে করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement