Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

অখিলেশের সঙ্গে ঝামেলা মেটাতে আসরে খোদ রাহুল? সুর নরম করছে কংগ্রেস

পরিবারের সদস্যের রাগ হতেই পারে, বার্তা কংগ্রেসের।

Did Rahul Gandhi send a message to initiate talks with Akhilesh Yadav | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 22, 2023 2:02 pm
  • Updated:October 22, 2023 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের (Akhilesh Yadav) মান ভাঙাতে এবার আসরে নামলেন খোদ রাহুল গান্ধী? শোনা যাচ্ছে, অখিলেশের সঙ্গে কথা বলতে চেয়ে বার্তা পাঠিয়েছেন রাহুল। সেই সঙ্গে সুর নরম করা শুরু করল কংগ্রেসও।

ইন্ডিয়া (INDIA) জোটের সলতে পাকানো সবে শুরু। এরই মধ্যে বিরোধী শিবিরে ফাটল ধরা শুরু করেছে মধ্যপ্রদেশ থেকে। কমল নাথের একগুঁয়েমির জেরে ভোটমুখী রাজ্যটিতে সমাজবাদী পার্টি (Samajwadi Party) এবং কংগ্রেসের আসনরফা ভেস্তে গিয়েছে। কমল নাথের বক্তব্য, মধ্যপ্রদেশে বিজেপিকে হারাতে কোনও ‘ছোট দলের সমর্থন প্রয়োজন নেই।’ মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এবং চম্বল-গোয়ালিয়র অঞ্চলে কিছুটা প্রভাব রয়েছে সমাজবাদী পার্টির। ওই অঞ্চলের ৬টি আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন অখিলেশ। রাজনৈতিক সূত্রের খবর, অখিলেশ এ বিষয়ে মধ্যপ্রদেশে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার সঙ্গে কথা বলেন। তিনি প্রয়োজনে রাহুল গান্ধী বা কমল নাথের সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কমল নাথ তাতে রাজি হননি।

Advertisement

[আরও পড়ুন: ক্ষিপ্ত হাতির হানায় মৃত দুই বৃদ্ধ, পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর]

যার জেরে প্রকাশ্যেই বাকবিতণ্ডায় জড়ানো শুরু করেছে দুই শিবিরের নেতারা। অখিলেশ সাফ বলে দিয়েছেন, কংগ্রেস যদি মধ্যপ্রদেশ বিধানসভায় আসন ছাড়তে রাজি না হয়, তাহলে উত্তরপ্রদেশে বিধানসভায় কংগ্রেসের সঙ্গে জোট করবে না তাঁর দল। অখিলেশের স্পষ্ট কথা, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসকে (Congress) মনোভাব স্পষ্ট করতে হবে। তাঁর ইঙ্গিত, মধ্যপ্রদেশে কংগ্রেসের (Congress) এই ‘দাদাগিরি’র প্রভাব পড়বে লোকসভা নির্বাচনেও। সপার এক শীর্ষ নেতা আবার সরাসরি রাহুল গান্ধীর যোগ্যতা এবং দলে তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দেন।

[আরও পড়ুন: ‘কোনও অশুভ শক্তি কেশাগ্র স্পর্শ করতে পারবে না’, কেন্দ্রীয় এজেন্সির ‘হানা’ নিয়ে তোপ অভিষেকের]

পরিস্থিতি বেগতিক দেখে শেষে আসরে নামল কংগ্রেস হাইকম্যান্ড। সমাজবাদী পার্টির সুপ্রিমোর মান ভাঙাতে স্বয়ং রাহুল গান্ধী (Rahul Gandhi) নাকি তাঁর সঙ্গে কথা বলতে চান। তিনি নাকি সেই বার্তাও পাঠিয়ে দিয়েছেন। যদিও অখিলেশের তরফে এখন কোনও সাড়া মেলেনি। কংগ্রেস প্রকাশ্যে বলছে, অখিলেশ ‘ইন্ডিয়া’ পরিবারেরই সদস্য। পরিবারের সদস্যদের মধ্যে এমন টুকটাক হয়েই থাকে। সব মিটে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement