সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিগো এয়ারলাইন্সের (Indigo Airlines) একটি বিমানের জরুরি দরজা খুলে ফেললেন এক যাত্রী। ঘটনায় হুলস্থুল পড়ে গেল চেন্নাই বিমানবন্দরে (Chennai Airport)। দেরি করে হলেও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ‘ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’ (DGCA)। যদিও ওই ঘটনায় নতুন বিতর্ক দানা বেধেছে। একটি সূত্রের দাবি, বিমানের দরজা যে যাত্রী খুলে ফেলেন তিনি আর কেউ নন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি (BJP) সাংসদ তথা গেরুয়া দিলের সর্বভারতীয় যুব সভাপতি তেজস্বী সূর্য (Tejasvi Surya)। এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল-সহ (TMC) বিরোধীরা। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছে এআইটিসি (AITC)।
ঘটনাটি গত ১০ ডিসেম্বরের। চেন্নাই থেকে তিরুচিরাপল্লিগামী ইন্ডিগোর ‘৬ই ৭৩৩৯’ বিমানটি তখন দাঁড়িয়ে রানওয়েতে। যাত্রীরা একে একে বিমানে উঠছেন। আচমকা ওই বিমানের দরজা খুলে ফেলেন এক যাত্রী। যদিও তখনই তিনি নিজের কাজের জন্য ক্ষমা চান। এই ঘটনার পর নতুন করে বিমানের প্রযুক্তিগত দিক পরীক্ষা করে দেখা হয়। এর ফলে উড়ানে বিলম্ব হয়ে যায় অনেকটাই। আজই বিবৃতি দিয়ে এই ঘটনার কথা বিস্তারিত জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে মত্ত অবস্থায় প্রস্রাব করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। তিনি এখনও জামিন পাননি। মামলা চলছে আদালতে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে দিল্লি বিমানবন্দরের মধ্যেই এক যাত্রী প্রকাশ্যে প্রস্রাব করার চেষ্টা করেন বলে অভিযোগ। তিনি অবশ্য জামিন পেয়েছেন। সব মিলিয়ে ঘটনাবহুল ভারতের অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.