সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশে কপ্টার ভেঙে সাত বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় উঠে গেল গাফিলতির অভিযোগ। রবিবার প্রকাশ্যে এসেছে ওই চপার ক্র্যাশের একটি হাড় হিম করা ভিডিও। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, রাশিয়ান কপ্টারটি একটি নিরেট ইটের মতো মাটিতে আছড়ে পড়ছে।
It appears tht tail rotor has flown off,court of inquiry will determine cause of the same-IAF Chief BS Dhanoa on chopper crashed near Tawang pic.twitter.com/dHRJ5IazrC
— ANI (@ANI) October 8, 2017
গত ৬ অক্টোবর, এমআই-১৭-ভি৫ হেলিকপ্টারটি রুটিন টহলদারি চালাচ্ছিল। ভারত-চিন সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। নিহত হন কপ্টারের সাত যাত্রীই। এদিন যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেটির সত্যতা প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ কর্তা স্বীকার করে নিয়েছেন। ভেঙে পড়ার আগে বেশ খানিকক্ষণ আকাশে চক্কর কাটছিল কপ্টারটি। মুহূর্তের ছবি ধরা পড়েছে এই ভিডিও-য়। কপ্টারটি সেনা পোস্টে কেরোসিনের জার ফেলার কাজ করত। দুর্ঘটনার দিনও ওই চপারের ৫ সেনাকর্মী ও ২ অফিসার ওই কাজেরই তদারকি করছিলেন।
কিন্তু পরপর কয়েকটি জার ফেলার পর একটি জার নিচে পড়ার সময় তার প্যারাসুটটি আচমকাই খুলে চপারের লেজের সঙ্গে জড়িয়ে যায়। মুহূর্তে চপারের পিছনের অংশে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, জ্বালানির জারের হ্যান্ডেল কি খারাপ ছিল? নাকি চালক ও কর্মীরা কীভাবে মাঝ আকাশ থেকে জ্বালানির জার নিচে ফেলতে হয় তার উপযুক্ত প্রক্রিয়া জানতেন না বা মেনে চলেননি। সেনা পোস্টে জ্বালানির জার ফেলার আগে কি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়েছিল? এই দুর্ঘটনায় কোর্ট অফ এনকোয়্যারি গঠিত হয়েছে। শেষ কবে বায়ুসেনায় এরকম জঘন্য দুর্ঘটনা ঘটেছে, অনেকেই সেটা মনে করতে পারছেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.