Advertisement
Advertisement
ধর্মেন্দ্র, হেমা মালিনী

ড্রিম গার্ল ছাড়া উন্নতি অসম্ভব, স্ত্রী’র প্রচারে মথুরার জনসভায় বললেন ধর্মেন্দ্র

মথুরায় অনেক উন্নতি হয়েছে, দাবি সাংসদ হেমার।

Dharmendra is in campaign for his wife,star candidate Hema Malini
Published by: Sucheta Sengupta
  • Posted:April 14, 2019 9:01 pm
  • Updated:April 14, 2019 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ড্রিম গার্লকে তবু জনতার মাঝে দেখা যায়, জনপ্রতিনিধি হিসেবে৷ ভোট মরশুমে তিনি তো গমখেতে নেমে কৃষকদের সঙ্গে হাতও লাগিয়েছেন৷ তবে তাঁর স্বামী, সিনেপ্রেমী ভারতীয়দের মনের মাঝে থাকা ধর্মেন্দ্রকে শেষ কবে জনতার ভিড়ে দেখা গিয়েছিল, মনে করতে পারেন না অনেকেই৷

                                                      [ আরও পড়ুন: ‘প্রতিপক্ষকে দুর্বল মনে করি না’, একান্ত সাক্ষাৎকারে অকপট প্রিয়া দত্ত]

রবিবার সেই ব্যতিক্রমী ছবিটাই দেখা গেল উত্তরপ্রদেশের মথুরায়৷ এই লোকসভা কেন্দ্র থেকে আবারও বিজেপির হয়ে লড়াই করছেন বিদায়ী সাংসদ হেমা মালিনী৷ এখানে ভোট আগামী বৃহস্পতিবার, ১৮ তারিখ৷ তার আগের রবিবার তাই স্ত্রী’র সঙ্গে প্রচার করলেন ধর্মেন্দ্র৷ মথুরার এক জনসভায় ফের পাশাপাশি দেখা গেল একসময়ের বলিউড জুটিকে৷ একেই হেমা মালিনীর প্রচার, তার উপর উপস্থিত ধর্মেন্দ্র৷ ছুটির দিনে তাই সভায় ভিড় ছিল উপচে পড়া৷ জনসভায় মানুষজনকে দেখে  ধর্মেন্দ্র বললেন, ‘হেমা মালিনীকে ভোট দিন৷ আপনাদের সমর্থন ছাড়া আমরা এই জায়গাকে একটুও এগিয়ে নিয়ে যেতে পারব না৷’  

Advertisement

hema-dharmendra

এদিন সকালেই হেমা মালিনী টুইটারে সুখবরটি জানিয়েছিলেন৷ লিখেছিলেন, ‘আজ আমার জন্য একটা বিশেষ দিন৷ ধর্মজি আজ মথুরা এসেছেন, সারাদিন আমার সঙ্গে প্রচারে থাকবেন৷ আমি জানি, মানুষ ভীষণ উদগ্রীব তাঁকে দেখার জন্য এবং তাঁর কথা শোনার জন্য৷’ সেইমতোই মথুরার জনসভায় বিজেপি কর্মী, সমর্থকরা চড়া রোদ মাথায় নিয়েই ধর্মেন্দ্রকে দেখতে ভিড় করেন৷ এদিন তাঁর পরনে ছিল নস্যি রঙের শার্ট, ট্রাউজার৷ মাথায় ছিল কাউবয় হ্যাট৷ ‘হিরো’কে কাছে পেয়ে উচ্ছ্বসিত জনতা৷ তবে এদিনের সভায় খুব বেশিক্ষণ ছিলেন না ধর্মেন্দ্র৷ সংক্ষিপ্ত বক্তব্য সেরেই চলে যান৷

                                                [ আরও পড়ুন: তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাওয়ার হুমকি, বিতর্কে লকেট চট্টোপাধ্যায়]

আসলে অসুস্থতার জন্য ইদানিং খুব একটা বাইরে বেরোন না তিনি৷ কিন্তু, স্ত্রী এখন ভরপুর রাজনীতিতে৷ কয়েকবারের সাংসদ৷ আবার অবতীর্ণ হয়েছেন ভোট পরীক্ষায়৷ তাই স্ত্রী’র পাশে দাঁড়াতে প্রচার সভা করলেন ধর্মেন্দ্র৷ যদিও এবারও নিজের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী হেমা মালিনী৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের খতিয়ান দিয়ে তিনি বলেছেন,‘আমি এই কেন্দ্রে জল, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি৷ রাস্তা চওড়া হওয়ায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে৷ একটা পাসপোর্ট অফিসও খুলেছি৷ আগে এখানকার মানুষজনকে পাসপোর্ট করতে আলিগড় যেতে হত৷ গত ৫ বছর ধরে তা আর হয় না৷’ তবে গমখেতে নেমে কৃষকদের সঙ্গে মিশে যাওয়ার যে চেষ্টা তিনি করেছেন, তা দেখে বিরোধীরা বলছেন, এটা নেহাতই ভোট প্রচারের স্বার্থে৷ এত কৃষকদরদী হলে, হেলিপক্টার, দামি গাড়ি চড়েন কেন জনপ্রতিনিধি? এসবের পর হেমার তারকা স্বামীর আহ্বানে কতটা সাড়া দেবেন মথুরাবাসী, তা তো আর মাস খানেক পরই বোঝা যাবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement