সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে ঋতুস্রাবের সময়ে ছুটির জন্য আন্দোলন করছিলেন ছাত্রীরা। শেষ পর্যন্ত সেই আবেদনে সাড়া দিল কর্তৃপক্ষ। ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ধরমশালা জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (Dharmashastra National Law University)। সেখানে এবার থেকে ঋতুস্রাবের ছুটি (Menstrual leave) পাবেন ছাত্রীরা। বৃহত্তর ক্ষেত্রে শিক্ষার্থীদের কল্যাণের জন্যই এই পদক্ষেপ করা হল, জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মধ্যপ্রদেশের জব্বলপুরে রয়েছে ধরমশালা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়। সেখানে গত বছর থেকেই ঋতুস্রাবের সময় ছুটির দাবি জানাচ্ছিলেন ছাত্রীরা। সেই দাবি মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিন জানিয়েছেন, চলতি সেমেস্টার থেকেই ঋতুস্রাবের সময় ছুটি পাবেন ছাত্রীরা। ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শৈলেশ এন. হাদলিও। জানা গিয়েছে, প্রতি সেমেস্টারে সাংস্কৃতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। এবার থেকে তার অংশ হবে এই অফগুলিও। মহিলা শিক্ষার্থীরাই এই ছুটি পাবেন।
ধরমশালা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার ডিন ড. প্রবীণ ত্রিপাঠী বলেন, বিশ্ববিদ্যালয়ের এই ছুটি ঘোষণা ঋতুস্রাব নিয়ে একটি সামাজিক বার্তা। এর ফলে শারীরিক ও মানসিকভাবে উপকৃত হবেন ছাত্রীরা। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে কেরলের (Kerala) কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্রীদের জন্য ঋতুস্রাবের ছুটি মঞ্জুর করেছে। এর পর মধ্যপ্রদেশের আইন বিশ্ববিদ্যালয়ও একই সিদ্ধান্ত নিল। যা ইতিবাচক সামাজিক অগ্রগতি বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.