Advertisement
Advertisement

কর্পোরেশনে ঘুরছে মহিলার অতৃপ্ত আত্মা! ওঝা ডেকে চলল পুজোপাঠ

OMG! কি কাণ্ড!

Dhanbad Municipal Corporation took part in a ‘bhoot bhagao’ havan to chase away the ‘ghost of a woman’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 4:41 pm
  • Updated:July 22, 2018 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূত তাড়াতে গ্রাম-গঞ্জে ওঝার কাছে যাওয়ার রেওয়াজ বা কুসংস্কার একবিংশ শতাব্দীতে এসেও মানুষের মধ্যে রয়ে গিয়েছে৷ তবে সরকারি কার্যালয়ে ওঝা ডেকে ভূত ভাগানোর কথা শুনেছেন কোনদিন? না, থাকলে এবার শুনুন৷ ঠিক এই ঘটনাই ঘটেছে, ঝাড়খণ্ডের ধানবাদ কর্পোরেশনে৷ কাজকর্ম সব মাথায় উঠেছে, ওঝা ডেকে চলছে পুজোপাঠ৷ সরকারি কার্যালয়ে ঘুরে বেরানো একটি মহিলার অতৃপ্ত আত্মা তাড়াতে ব্যস্ত সরকারি কর্মীরা৷

[বেপরোয়াভাবে গাড়ি চালানোয় গ্রেপ্তার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা]

Advertisement

কর্পোরেশনের কর্মীদের বক্তব্য, চারতলা দপ্তরের একদম উপরের তলায় নাকি ভূত থাকে৷ একটি মহিলার অতৃপ্ত আত্মাকে ঘুরে বেরাতে দেখা যায় সেখানে৷ বিশেষ করে এই অভিযোগ শোনা গিয়েছে কর্পোরেশনের নিরাপত্তা রক্ষীদের মুখে৷ তাঁদের বক্তব্য, রাতের বেলা যখন তাঁরা গার্ড দেন তখন বিভিন্ন ভৌতিক আওয়াজ আসতে থাকে একদম উপরের তলা থেকে৷ চলাচল করতে দেখা যায় অশরীরীকে৷ তাই এই আতঙ্কের হাত থেকে নিস্তার পেতেই ওঝার দ্বারস্থ হয়েছেন তাঁরা৷

[মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ]

 

জানা গিয়েছে, এই সমস্ত কর্মকাণ্ডকে দায়িত্ব নিয়ে সামলেছেন কর্পোরেশনের ডেপুটি মেয়র একলব্য সিং৷ এই কংগ্রেসের নেতা জানান, ভূতের ভয়ে কাজে আসাই বন্ধ করে দিয়েছিলেন কর্পোরেশনের কর্মীরা৷ এরাই নাকি ভূত তাড়ানোর আবেদন নিয়ে আসেন করেন তাঁর কাছে৷ আর কর্মীদের আবেদন মেনে ওঝা ডেকে ভূত তাড়ানোর ব্যবস্থা করেন ডেপুটি মেয়র৷ যদিও এই সম্পূর্ণ ঘটনাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন ধানবাদ কর্পোরেশনের মেয়র চন্দ্রশেখর আগরওয়াল ও কমিশনার রাজীব রঞ্জন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement