Advertisement
Advertisement

Breaking News

মধ্যপ্রদেশ

‘নির্যাতন বৃদ্ধির জন্য দায়ী মহিলাদের জীবনযাপন’, বিতর্কিত মন্তব্য শীর্ষ পুলিশকর্তার

পুলিশ আধিকারিক কীভাবে এমন মন্তব্য করেন সেই প্রশ্ন তুলেছেন নারীবাদীরা৷

DGP put the blame on girls for the increasing number of kidnapping
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2019 12:47 pm
  • Updated:July 7, 2019 12:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে ততই সমাজব্যবস্থার উন্নতি হচ্ছে৷ লিঙ্গবৈষম্যের অন্ধকারও প্রায় মুছে গিয়েছে৷ ছেলেদের মতোই জীবনযুদ্ধে এগিয়ে চলেছে মেয়েরা৷ আর তাই নাকি ধর্ষণ, অপহরণের মতো অপরাধমূলক কার্যকলাপ বাড়ছে৷ এমনই বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের ডিজিপি ভি কে সিং৷ একজন পুলিশ আধিকারিক কীভাবে নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়৷

[ আরও পডু়ন: তান্ত্রিকের প্ররোচনায় উলঙ্গ হয়ে যজ্ঞ শিক্ষকের, শিশু বলি রুখতে গুলি চালাল পুলিশ]

জুন মাস থেকে সংবাদ শিরোনামে রয়েছে মধ্যপ্রদেশ৷ সম্প্রতি আট বছরের একটি শিশুকে ধর্ষণ করে খুনের মতো ভয়ংকর ঘটনা ঘটে ওই রাজ্যে৷ নাবালিকাটি বাড়ি থেকে দোকানে যাবে বলে বেরিয়েছিল৷ বহুক্ষণ সময় পেরিয়ে গেলেও, বাড়িতে ফেরেনি সে৷ পরিবারের তরফে খোঁজখবর শুরু হয়৷ কিন্তু তাতেও খুঁজে পাওয়া যায়নি নাবালিকাকে৷ পুলিশে যোগাযোগ করেন নাবালিকার পরিজনেরা৷ পরেরদিন ভোপালের কমলানগরে একটি নর্দমা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়৷ নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর পুলিশ জানায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে৷ এখনও পর্যন্ত ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউই৷ স্বাভাবিকভাবেই মধ্যপ্রদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

Advertisement

[ আরও পড়ুন: গায়ে উত্তরীয় পরায় ট্রেনে উঠতে বাধা ৮২ বছরের বৃদ্ধকে, কাঠগড়ায় রেল]

নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার তদন্তভার নিয়েছেন মধ্যপ্রদেশের ডিজিপি ভি কে সিং৷ তদন্তে নেমে পুলিশ আধিকারিকের দাবি, ‘‘আজকের সমাজে মহিলাদের জীবনযাত্রা বদলে গিয়েছে৷ স্বাধীনতা বেড়েছে৷ বর্তমানে ভারতীয় দণ্ডবিধি ৩৬৩ ধারা নতুন রূপ পেয়েছে৷ বাড়ি ছেড়ে স্বেচ্ছায় কোনও মেয়ে চলে গেলেও, তাকে অপহরণ হিসাবে দেখানো হচ্ছে৷’’ এই মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন ওই আধিকারিক৷ মাসখানেক কেটে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না করে কীভাবে একথা বলতে পারেন ডিজিপি, সেই প্রশ্ন তুলেছে নারীবাদী সংগঠনগুলি৷ যদিও পালটা এ প্রসঙ্গে পুলিশ আধিকারিকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement