সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যান্ত্রিক ত্রুটি রয়েছে। এই কারণেই আটটি বিমানকে নিষিদ্ধ করল বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ। সিদ্ধান্তের জেরে ৪৭টি উড়ান বাতিল করল বেসরকারি বিমান সংস্থা। ভোগান্তি পোহাতে হল যাত্রীদের।
কাঠমাণ্ডুর স্মৃতি এখনও টাটকা। সোমবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের যাত্রীবাহী বিমান। মাটি ছোঁয়ার আগেই ভেঙে পড়ে বিমানটি। লেগে যায় আগুন। ঘটনায় অন্তত পঞ্চাশজন প্রাণ হারিয়েছেন। আহতও আরও অনেকে। হাসপাতালের বেডে শুয়েও দুর্ঘটনার স্মৃতিতে কেঁপে উঠছেন আহতরা। এরই মধ্যে পাইলটের ভূমিকা নিয়ে দানা বাঁধছে রহস্য।
Nepal: A plane crashes at Tribhuvan International Airport in Kathmandu. Airport closed for all arrival and departures. More details awaited. pic.twitter.com/2tzdNQyasp
— ANI (@ANI) March 12, 2018
[রেস্তরাঁয় খাবারের মান নিয়ে অভিযোগ, যুবককে পিটিয়ে খুন]
এমন পরিস্থিতিতে সোমবারই লখনউ থেকে আহমেদাবাদ যাওয়ার পথে ইন্ডিগোর একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমানটি ফিরিয়ে আনতে হয়। ঘটনার তদন্তে নেমে ইন্ডিগোর আটটি A320Neo বিমানের উড়ান নিষিদ্ধ করার কথা জানিয়ে দেয় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। এর জেরেই ৪৭টি উড়ান বাতিল করে ইন্ডিগো। ওয়েবসাইটে বিস্তারিত জানিয়েও দেওয়া হয়। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পাটনা, শ্রীনগর, ভুবনেশ্বর, অমৃতসর, গুয়াহাটির একাধিক উড়ান বাতিল করা হয়েছে। গোএয়ারেরও তিনটি বিমান বসিয়ে দেওয়া হয়েছে।
A320nes fitted with PW1100 engines beyond ESN 450 have been grounded with immediate effect by DGCA. Indigo and Go Air asked not to refit these engines which are spare with them in their inventory. pic.twitter.com/ULCMR85gan
— ANI (@ANI) March 12, 2018
দিনে নিয়ম করে প্রায় ১ হাজারটি উড়ান সামলায় ইন্ডিগো। সোমবার বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। অনেকেই বিমানবন্দরে বেশ কিছুক্ষণের জন্য আটকে পড়েছিলেন। যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই মোট ১১টি বিমান বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে। তবে এ প্রাথমিক স্তরে ফের ভোগান্তি পোহাতে হবে যাত্রীদের। এমনই আশঙ্কা করছেন অনেকে।
[কোনও সমস্যা নেই, অভিশপ্ত বিমানের শেষ বার্তায় রহস্য আরও গভীরে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.