সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাস্তির মুখে স্পাইসজেট (Spicejet) এয়ারলাইন্স। আগামী আট সপ্তাহ মাত্র অর্ধেক সংখ্যক বিমান চালাতে পারবে সংস্থাটি। ডিজিসিএর তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই নানা রকম যান্ত্রিক সমস্যায় পড়েছিল স্পাইসজেটের বেশ কয়েকটি বিমান। তবে এই ঘোষণার ফলে পরিষেবায় ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে বিমান সংস্থাটি। ফ্লাইট ক্যানসেল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়েছে স্পাইসজেটের তরফ থেকে।
ডিজিসিএ-র (DGCA) তরফে বলা হয়েছে, “যান্ত্রিক গোলযোগের ফলে শোকজ করা হয়েছিল স্পাইসজেটকে। তাছাড়াও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে স্পাইসজেট বিমানগুলিতে। সমস্ত ঘটনা খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আট সপ্তাহের জন্য স্পাইসজেটের ৫০ শতাংশ বিমান চালানো বন্ধ রাখা হবে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।” আরও জানা গিয়েছে, এই আট সপ্তাহের জন্য স্পাইসজেটের বিমান পরিষেবার দিকে নজর রাখবে ডিজিসিএ। মনে করা হচ্ছে, সাম্প্রতিক অতীতে এমন কড়া সিদ্ধান্ত নেয়নি ডিজিসিএ।
কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত জানার পরে বার্তা দেওয়া হয়েছে স্পাইসজেটের তরফ থেকেও। বিবৃতিতে বলা হয়েছে, “ডিজিসিএ-র নির্দেশ মেনে নেব আমরা। আপাতত যাতায়াতের ক্ষেত্রে সেরকম যাত্রীর ভিড় নেই। সেই কারণে এমনিতেই আমরা কম পরিমাণে বিমান চালাচ্ছি। তাই ডিজিসিএ-র নির্দেশের ফলে আমাদের পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। যাত্রীদের আশ্বস্ত করে আমরা বলতে চাই, নির্ধারিত সময়সূচি মেনেই বিমান চালানো হবে। এই নির্দেশের ফলে বিমান বাতিল হয়ে যাওয়ারও কোনও সম্ভাবনা নেই।”
প্রসঙ্গত, মাত্র ১৮ দিনের মধ্যে আটবার স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাখির সঙ্গে ধাক্কা লাগা, কেবিন থেকে ধোঁয়া বেরনো-সহ নানা সমস্যা দেখা দিয়েছিল স্পাইসজেটের বিমানে। গুজরাট থেকে যাত্রা শুরু করা একটি বিমানকে জরুরি ভিত্তিতে মুম্বইতে অবতরণ করানো হয়। জানা গিয়েছে, মাঝ আকাশে উইন্ডশিল্ডে ফাটল ধরেছিল। মঙ্গলবারই সংস্থার তরফে একটি টুইট করে বলা হয়েছিল, “১৭ বছর ধরে যাত্রীদের সবচেয়ে পছন্দের এয়ারলাইন্স স্পাইসজেট। ডিজিসিএ আমাদের বিমান পরীক্ষা করেছে। নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা নেই।”
India’s most-preferred airline is as safe and reliable as it has been for the last 17 years. Aviation regulator DGCA audited our entire operational fleet and every plane has been given the green signal to fly and there has been no safety violation. https://t.co/qF9fzxFyfv
— SpiceJet (@flyspicejet) July 26, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.