Advertisement
Advertisement

Breaking News

Devendra Fadnavis

২৬/১১ হামলার নেপথ্যে আরএসএস! কংগ্রেস নেতার দাবিতে ফড়ণবিস বললেন, ‘মূর্খের মতো কথা…’

তাহাউর রানার এনআইএ হেফাজতের পরই ফের চর্চায় মুম্বই হামলা।

Devendra Fadnavis condemns Digvijaya Singh's 26/11 remarks
Published by: Biswadip Dey
  • Posted:April 12, 2025 10:43 am
  • Updated:April 12, 2025 10:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১ হামলার নেপথ্যে নাকি ছিল আরএসএস! এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সেটা ২০১০ সাল। এতদিন পরে ফের সেই বিতর্ক প্রসঙ্গ উঠে এল বিজেপি নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের মুখে। এমন দাবি যে ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিকর সেকথা জানিয়ে তিনি ক্ষোভ উগরে জানালেন, ”এমন মূর্খের মতো কথার কোনও জবাব হয় না।”

২৬/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ তাহাউর রানা এই মুহূর্তে ভারতে। সদ্যই তাকে হাতে পেয়েছে এনআইএ। এই পরিস্থিতিতে ফের আলোচনায় ২০০৮ সালের মুম্বই হামলা। আর সেই প্রসঙ্গেই ফের চর্চায় দিগ্বিজয়। যে প্রসঙ্গে ফড়ণবিস বলছেন, ”প্রথমত, এমন মূর্খের মতো কথার আমি কোনও জবাব দিই না। কাসভকে যখন ফাঁসিতে ঝোলানো হল, এবং তারপর যখন ডেভিড হেডলির বিবৃতি রেকর্ড করা হয় আমাদের আদালতে তখনই এটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল যে হামলার যাবতীয় ষড়যন্ত্র করা হয়েছিল পাকিস্তান থেকেই। যারা অন্য সব ষড়যন্ত্র তত্ত্ব (যেমন ওই হামলার সঙ্গে আরএসএসের যোগ) আওড়াচ্ছেন তাদের কথার উত্তর আমি দিতে চাই না। এখন মূলচক্রী হেফাজতে রয়েছে। এবং আরও অনেক কিছুই প্রকাশ্যে আসবে।”

Advertisement

উল্লেখ্য, ২০১০ সালে দিগ্বিজয় সিং বিতর্কিত মন্তব্য করেন। দাবি করেন, মহারাষ্ট্রের এটিএস প্রধান হেমন্ত কারকারে ওঁর সঙ্গে কথা বলেছিলেন হামলার কয়েক ঘণ্টা আগে। এবং তিনি এই দাবিও করেন যে, হেমন্ত নাকি মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে হিন্দুত্ববাদী চরমপন্থীদের গ্রেপ্তারের পর খুনের হুমকি পেয়েছিলেন। এরই পাশাপাশি দিগ্বিজয় দাবি করেন, কারকারে আরএসএসের ‘টার্গেট’ হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুর জন্য আরএসএসই দায়ী। প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার সময়ই শহিদ হন হেমন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement