Advertisement
Advertisement

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা কি অপরাধ, জনতার দরবারে প্রশ্ন মোদির

উত্তরপ্রদেশের মোরাদাবাদের জনসভায় বক্তৃতায় দেশের জনগনের হয়ে এই ভাবেই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Development top priority, says Modi in poll-bound UP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 3, 2016 4:27 pm
  • Updated:December 3, 2016 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “দেশে কোনও নেতা নেই৷ আমার কোনও নেতা নেই৷ দেশের মুখ সাধারণ মানুষ৷ দেশের নেতা দেশের জনগণ৷ যা উন্নতি হবে দেশের, তা কেবল সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যেই হবে৷” – উত্তরপ্রদেশের এক জনসভা থেকে দেশের জনগনের হয়ে এই ভাবেই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

শনিবার জনসভায় উপস্থিত থেকে তাঁর প্রশ্ন, উত্তরপ্রদেশে গত ৭০ বছরে ঠিক কী ধরনের উন্নয়ন হয়েছে? একবিংশ শতাব্দীতেও দেশের সবচেয়ে বড় রাজ্যের প্রায় ১০০০ গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি৷ এই ঘটনায় কে বা কারা দায়ী সেই নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী৷

Advertisement

প্রসঙ্গত, কালো টাকা রুখতে দেশের অভ্যন্তরেই গত মাসে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ দেশে রাতারাতি বন্ধ হয়ে গিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ আর এতেই সাধারণের সমস্যাকে ইস্যু করে বিরোধী দলগুলি সোচ্চার হয়েছে৷ এদিন জনসভায় বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী৷ বললেন, “গত ৭০ বছরে দেশে দুর্নীতি দমন করতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ সেই দুর্নীতি দূর করতে নেওয়া পদক্ষেপ যে সহজ নয় তা সকলেই জানেন৷ দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই করে চলা সহজ নয়৷ কিন্তু মানুষের স্বার্থে এই লড়াই চালিয়ে যেতে হবে৷ দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই জেতাই এখন প্রধান লক্ষ্য৷”

দেশে কালো টাকার বিরোধিতা করে এদিন প্রধানমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করেন৷ দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর এই লড়াইয়ের বিরোধিতা করার পিছনে কিছু মানুষের কু-স্বার্থ জড়িয়ে আছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷ বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি বলেই কেউ কেউ আমাকে দুষছেন৷ আমি কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব না? সেটা কি কোনও অপরাধ? দুর্নীতি কি এমনি এমনি চলে যাবে?” তাঁর ও শাসকদলের বিরুদ্ধেও নানা সময় অভিযোগ উঠেছে৷ সে সব খারিজ করে দিয়ে এদিন মোদি জানান, তিনি ফকির, যে কোনও দিন ঝোলা নিয়ে বেরিয়ে যেতে পারেন৷ দেশের উন্নয়ন করা ছাড়া তাঁর আর কোনও দ্বিতীয় লক্ষ্য নেই৷ এদিন মোদি সাফ জানিয়ে দেন, কালো টাকার কারণেই আজ ধনীদের গরীবদের বাড়িতে হত্যে দিতে হচ্ছে৷ জনগণের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, এরকম দৃশ্য কি কেউ কখনও দেখেছে?

এদিন জনসাধারণের কাছে প্লাস্টিক মানি ব্যবহারের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “হাতে নগদ টাকা না রেখেও যে জীবনযাপন করা যায়, সেই কথাই ভারতবাসীকে বুঝতে হবে৷ প্লাস্টিক মানিকে জনসাধারণের গ্রহণ করতে হবে৷ এই ভাবেই দেশে কালো টাকার আমদানি রোখা যাবে৷”

এদিন নিজের বক্তৃতায় সরাসরি না হলেও পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে কথা বলেন মোদি৷ তিনি জানান, “উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র দেশের মধ্যে অর্থনীতির বিচারে সবচেয়ে পিছিয়ে পড়া চার রাজ্য৷” এই চার রাজ্য থেকেই উন্নয়ন শুরু করতে হবে৷ দেশের উন্নতি সাধন করতে হবে৷

এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রীর মুখে পশ্চিমবঙ্গের নাম থাকাও বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement