সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। অবশেষে এনডিএতে (NDA) যোগ দিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (Deve Gowda) দল জেডিএস। তাঁর ছেলে কুমারস্বামী এদিন বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে।
বৃহস্পতিবার নাড্ডা ও শাহর সঙ্গে বৈঠক করেছিলেন দেবেগৌড়া-কুমারস্বামী। তারপর থেকেই গুঞ্জন জোরালো হচ্ছিল, শুক্রবারই হয়তো এনডিএ জোটে যোগ দেবে তাঁদের দল। সেই গুঞ্জনই সত্যি হল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাড্ডা। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এনডিএতে জেডিএসের যোগদানের সিদ্ধান্তে আমি খুশি। আমরা এনডিএকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি এনডিএ-কে।’
বৃহস্পতিবারের বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে কর্নাটকে আসন রফা নিয়ে আলোচনা হয়েছিল বলেই জানা গিয়েছিল। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই খবর ছিল। আর তখনই ঠিক হয়েছিল দেবেগৌড়ারা এনডিএতে আসছেন। যদিও আগে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ইঙ্গিত দিয়েছিলেন, বিজেপি জেডিএসের সঙ্গে আসন সমঝোতায় আসতে পারে। উল্লেখ্য, ১৯৯৬ সালের জুন থেকে ১৯৯৭ সালের এপ্রিল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেবেগৌড়া। কুমারস্বামী ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.