Advertisement
Advertisement
Deve Gowda

যৌন হেনস্তায় অভিযুক্ত হয়েও কী করে ভিসা পেলেন দেবেগৌড়ার নাতি? জবাব দিল কেন্দ্র

কী বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল?

Deve Gowda's grandson Prajwal Revanna had diplomatic passport, says centre
Published by: Biswadip Dey
  • Posted:May 2, 2024 6:59 pm
  • Updated:May 2, 2024 6:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেক্স স্ক্যান্ডেলে জড়ানোর অভিযোগে দেবেগৌড়ার নাতিকে নিয়ে তোলপাড় কর্নাটক। দেশ ছেড়ে ‘পালিয়ে’ গিয়েছেন অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। তিনি এখন জার্মানিতে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কী করে ভিসা পেলেন প্রজ্জ্বল? এই বিষয়ে এবার মুখ খুলল কেন্দ্র।

সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানেই এই প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”ওই সাংসদের জার্মানি যাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক ছাড়পত্র চাওয়া হয়নি বা জারি করা হয়নি বিদেশ মন্ত্রকের তরফে। এবং কোনও ভিসা নোটও ইস্যু করা হয়নি। কূটনৈতিক পাসপোর্ট যাঁদের থাকে তাঁদের কোনও ভিসা প্রয়োজন হয় না জার্মানি (Germany) যাওয়ার ক্ষেত্রে। মন্ত্রকের তরফে কোনও অন্য দেশের জন্যও কোনও ভিসা নোটও ইস্যু করা হয়নি। হ্যাঁ, উনি কূটনৈতিক পাসপোর্ট নিয়েও ভ্রমণ করছেন।”

Advertisement

[আরও পড়ুন: রাহুলের প্রশংসা পাক নেতার! ‘শাহাজাদাকে প্রধানমন্ত্রী করতে মরিয়া পাকিস্তান’, খোঁচা মোদির]

সম্প্রতি প্রজ্জ্বলের বেশ কিছু অশ্লীল ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল। দেবেগৌড়ার (HD Deve Gowda) নাতির বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় রাজ্য মহিলা কমিশন। বিতর্ক ঘনাতেই ঘটনার তদন্তে সিট গঠন করে কর্নাটকের (Karnataka) কংগ্রেস সরকার। আর তার পরই বেঙ্গালুরু ছেড়ে বিদেশে চলে যান অভিযুক্ত। তবে প্রজ্জ্বল বিদেশে থাকাকালীনই তাঁর কাছে জবাবদিহি চেয়ে চিঠি পাঠান তদন্তকারীরা। সিটের সদস্যদের কাছে হাজিরা দিতে বলা হয় রেভান্না ও তাঁর বাবাকে। এদিকে প্রজ্জ্বল সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি সত্যিটা সামনে আসবে।’

[আরও পড়ুন: চাপ বাড়ল আপের, দিল্লি মহিলা কমিশনের ২২৩ কর্মীকে ছাঁটাই লেফ্টেন্যান্ট গভার্নরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement