Advertisement
Advertisement

Breaking News

ব্যক্তি বিশেষে সন্ত্রাসবাদী তকমা দানের ক্ষমতা, রাজ্যসভায় পাশ ইউএপিএ সংশোধনী বিল    

বিলটির পক্ষে ১৪৭টি, বিপক্ষে ৪২টি ভোট পড়ে৷

Despite opposition protest UAPA amendment bill passed in Rajya Sabha
Published by: Monishankar Choudhury
  • Posted:August 2, 2019 2:14 pm
  • Updated:August 2, 2019 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার থেকে চলা তুমুল তর্কের শেষে, রাজ্যসভায় পাশ ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ)-এর সংশোধনী বিল। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আইনে পরিণত হবে এটি৷

[আরও পড়ুন: ধর্মীয় ভেদাভেদের চেষ্টা সংবিধান বিরোধী, এই যু্ক্তিতে জোম্যাটোর গ্রাহককে নোটিস]

Advertisement

শুক্রবার কংগ্রেস-সহ বিরোধীদের প্রবল প্রতিবাদেও ধ্বনি ভোটে পাশ হয়ে যায় ইউএপিএ সংশোধনী বিল। এদিন বিলটির পক্ষে ১৪৭টি, বিপক্ষে ৪২টি ভোট পড়ে৷ উল্লেখ্য, রাজ্যসভায় সংখ্যালঘু বিজেপি৷ তবুও বিরোধীদের একপ্রকার দুরমুশ করেই সংশোধনী পাশ করাতে সক্ষম হয় কেন্দ্র৷ নয়া আইন বলবৎ হলে, যে কোনও ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে সন্ত্রাসবাদী তকমা দেওয়া যাবে। এমনকী তাদের গ্রেপ্তারও করা যাবে। সেই ব্যক্তি যদি কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত নাও থাকে, তাতেও তাঁকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে গণ্য করার ক্ষমতা এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি হাতে। অভিযুক্তের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে তদন্তকারী সংস্থা৷ বিরোধীরা মনে করছে, এই সংশোধনী পাশ হয়ে গেলে যে কোনও বিরোধী কণ্ঠস্বরকেই ‘দেশবিরোধী’ বলে থামিয়ে দেওয়ার চেষ্টা চালাবে সরকার। সরকারের বিরোধিতা করলেই জুটবে ‘সন্ত্রাসবাদী’ তকমা। মূলত ‘শহুরে নকশাল’-দের কথা মাথায় রেখেই সরকার এই বিলটি পাশ করাতে চাইছিল। এর ফলে শহুরে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া হবে ‘দেশবিরোধী’ বলে। তবে, সরকারপক্ষের আশ্বাস, এই আইনের কোনও অপব্যবহার হবে না।

এই বিল নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বিরোধীদের। বিলটি লোকসভায় পেশ হোক,সেটাই চাইছিল না বিরোধী শিবির। কিন্তু, বিরোধীদের আপত্তি হেলায় উড়িয়ে দিয়ে বিলটি পেশ হয় এবং এনডিএ-র ক্ষমতাবলে পাশও হয়ে যায়। এদিন রাজ্যসভায় সমাজকর্মী গৌতম নওলখার প্রসঙ্গ তুলে ধরেন কংগ্রেস সাংসদ পি চিদম্বরম৷ কেন্দ্রের উদ্দেশে তোপ দেগে তিনি বলেন, ‘বামপন্থী গৌতম নওলখার সঙ্গে জঙ্গি হাফিজ সইদের তুলনা করা যায় না৷’ পালটা শাসকদলের অভিযোগ, ভোটব্যাংকের রাজনীতির জন্য বিলটির বিরোধিতা করছে কংগ্রেস৷    

[আরও পড়ুন: জয়শংকর-পম্পেও সাক্ষাতের আগেই ব্যাংককে পরপর বিস্ফোরণ, শহরজুড়ে জারি সতর্কতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement