Advertisement
Advertisement

এখনই নয় কম সুদের হারে ব্যাঙ্ক ঋণ

ব্যাঙ্ক থেকে কম সুদে ঋণ মেলার সম্ভাবনা রইল না...

Despite cash crunch, RBI leaves main interest rate unchanged
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 5:41 pm
  • Updated:December 7, 2016 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর সকলকে চমকে দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ বুধবার, আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেপো রেট ৬.২৫ শতাংশই থাকছে৷

প্রসঙ্গত, আরবিআই যে সুদের হারে ব্যাঙ্কগুলিকে ধার দেয়, তাকে বলে রেপো রেট৷ বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, নোট বাতিলের পর এই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট (১০০ বেসিস পয়েন্ট=১ শতাংশ) থেকে ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে৷

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলেন, “ভারত এখন যে পথে এগোচ্ছে, স্পষ্টত ভবিষ্যতে দেশের জিডিপি বাড়বে, অর্থনীতি আরও স্বচ্ছ হবে৷” তিনি আরও জানিয়েছেন, নোট বাতিলের ফলে ব্যাঙ্কিং সিস্টেমে আরও বেশি টাকা ঢুকছে৷ দেশের আর্থিক অবস্থার উন্নতিতে ব্যাঙ্কের ক্ষমতা আরও বাড়াতে হবে৷

রেপো রেট কমলে ব্যাঙ্কগুলির খরচ কমত৷ যার ফলে ব্যাঙ্ক থেকে কম সুদে ঋণ মিলত, এ কথা সহজেই অনুমেয়৷ আরবিআইয়ের ঘোষণার পরেই নিম্নমুখী সেনসেক্স। ১৫৫ পয়েন্ট পড়ল শেয়ার সূচক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement