Advertisement
Advertisement
Derek O'Brien

Derek O’Brien: সংসদের নিরাপত্তায় গলদ নিয়ে প্রতিবাদ, ধনকড়ের সঙ্গে তর্কে জড়িয়ে সাসপেন্ডেড ডেরেক

গোটা অধিবেশন থেকেই সাসপেন্ড তৃণমূল সাংসদ।

Derek O'Brien suspended from Rajya sabha for the rest of winter session | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 14, 2023 12:37 pm
  • Updated:December 14, 2023 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভা (Rajya Sabha) থেকে বহিষ্কৃত ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien)। সংসদে নিরাপত্তার গলদ নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের (Jagdep Dhankhar) সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তিনি। তার পরেই অসংসদীয় আচরণের কারণে তৃণমূল সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাজ্যসভা। গোটা অধিবেশন থেকেই সাসপেন্ড করা হয়েছে তাঁকে। উল্লেখ্য, চলতি বছরের বাদল অধিবেশনেও সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে পরে আবার তাঁকে অধিবেশনে ফিরিয়ে আনেন উপরাষ্ট্রপতি। 

বুধবার সংসদের মধ্যে স্মোক বম্ব নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। বৃহস্পতিবারও এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আলোচনার দাবি করে ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। তাঁদের দাবি ছিল, এদিনের গোটা অধিবেশনেই নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা হোক। যদিও বিরোধীদের নোটিস অগ্রাহ্য করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে প্রতিবাদ চালিয়ে যান বিরোধীরা।

Advertisement

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলার পরই কলকাতার NGO কর্মীকে ভিডিও পাঠায় ললিত! ঘনাচ্ছে রহস্য]

সেই সময়েই উপরাষ্ট্রপতির চেয়ারের সামনে এসে হাত ছুড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ডেরেক। তাতেই রেগে গিয়ে ডেরেককে সংসদ ছাড়তে বলেন ধনকড়। তিনি বলেন, রাজ্যসভার চেয়ারম্যানের আসনের বিরুদ্ধে অসংসদীয় আচরণ করেছেন তৃণমূল সাংসদ। সঙ্গে সঙ্গেই ডেরেকের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করে রাজ্যসভা। গোটা শীতকালীন অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয় তাঁকে। 

উল্লেখ্য, চলতি বছরের বাদল অধিবেশনে মণিপুর প্রসঙ্গে সুর চড়ানোয় সাসপেন্ড হয়েছিলেন ডেরেক। মণিপুর ইস্যুতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরই ডেরেকের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সাসপেন্ড হয়েও আবার ফিরে আসেন সাংসদ। রাজ্যসভার সচিবালয় সূত্রে জানা যায়, ডেরেককে সাসপেন্ড করা হয়নি। চেয়ারম্যান ধনকড় জানান, ‘সুদূরপ্রসারী’ চিন্তাভাবনা করে তিনি ডেরেক-কে সাসপেন্ড করার ব্যাপারে আর এগোননি। তাই ভোটাভুটিতেও হয়নি।

[আরও পড়ুন: বাড়ি থেকে পালিয়ে নমাজ পড়তে যাওয়া! ভিনরাজ্য থেকে ৯ নাবালককে উদ্ধার করল RPF]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement