সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)। এবার তা পেশ করা হয়েছে রাজ্যসভায়। আর এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien) ২০১০ সালে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) করা একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে আক্রমণ করলেন বিজেপিকে। দাবি করলেন, সেই সময় যোগী বলেছিলেন, নারীর মধ্যে যদি পুরুষত্বের বৈশিষ্ট্যগুলি বিকশিত হয় তাহলে তারা রাক্ষস হয়ে যায়!
ডেরেক বলেন, ২০১০ সালেও এই বিল পেশ করা হয়েছিল রাজ্যসভায়। সেই সময় যোগী ছিলেন রাজ্যসভার সাংসদ। তিনি এই বিলের বিরোধিতা করে মন্তব্য করেছিলেন, ”এই বিল পাশ হলে তা ভারতের রাজনৈতিক ব্যবস্থাকে ডুবিয়ে দেবে। পুরুষেরা যদি নারীত্বের বৈশিষ্ট্যকে বিকশিত করে, তবে তারা দেবতা হয়ে ওঠে। কিন্তু নারীর মধ্যে যদি পুরুষত্বের বৈশিষ্ট্যগুলি বিকাশিত হয় তবে তারা রাক্ষস হয়ে যায়। নারী স্বাধীনতা সম্পর্কে পশ্চিমী ধারণাকে ভারতীয় প্রেক্ষাপটে বিচার করা দরকার।” যোগীর মন্তব্য তুলে ধরে তৃণমূল সাংসদ জানতে চান, সত্যিই বিজেপি নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিতে চাইছে?
ডেরেক বলেন, ”নারীর উপরে হওয়া সমস্ত অবদমন নারীর জন্য নয়। এর পিছনে রয়েছে পুরুষরা এবং পুরুষের নারীর প্রতিদৃষ্টিভঙ্গি।” কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের প্রসঙ্গও তোলেন তিনি।
ডেরেকের প্রস্তাব, ”আমি একটা প্রস্তাব দিতে চাই। সকলকে বোর্ডে রেখে একটা যথাযথ আলোচনা হোক। এবং এক-তৃতীয়াংশ সংরক্ষণ করা হোক মহিলাদের জন্য। আমরা সকলে এটাকে সমর্থন করব। এটা এভাবে তাড়াহুড়োয় হবে না। কিন্তু অবশ্যই সম্ভব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.