নন্দিতা রায়, নয়াদিল্লি: ধর্ষণের অপরাধে কঠোরতম সাজার বিধান। মঙ্গলবার রাজ্য সরকার পেশ করেছে ‘অপরাজিতা নারী ও শিশু বিল'(Aparajita Bill 2024) (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)। আর তার আগে বিলটির প্রশংসা করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন। সেইসঙ্গে রবার্ট ফ্রস্টের কবিতায় মনে করিয়ে দিলেন, ভবিষ্যতের প্রতিজ্ঞার কথা। লিখলেন, ”miles to go before I sleep…”। তাঁর কথায়, সমাজে এমন ঘৃণ্য অপরাধ রুখতে বিল এনে বাংলাই প্রথম পথ দেখাল। তবে এর পরও অনেক দূর যেতে হবে।
মঙ্গলবার সকালে নিজের X হ্যান্ডেলে বাংলা ও ইংরাজিতে পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন (Derek O Brien)। বিধানসভায় আজ যে ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ পেশ করা হয়েছে, তা নিয়েই লিখেছেন তিনি। এ প্রসঙ্গে নির্ভয়া কাণ্ডের কথা উল্লেখ করে ডেরেকের বক্তব্য, ”নির্ভয়া কাণ্ডের এক যুগ পেরিয়ে গেল। নারকীয় জঘন্য অপরাধ শেষ হল না। এই আগস্টে কলকাতার এক তরুণী চিকিৎসককে আমরা হারালাম। রায়গড়ে হারিয়েছি এক আদিবাসী নারীকে। যোধপুরে পনেরো বছর বয়সী, দিল্লিতে ৭ বছর এবং বদলাপুরে দু’জন ৪ বছরের শিশুকন্যাকে। আজ কথাকে কাজে পরিণত করার শপথ নিই আমরা। দ্রুত। এই প্রথমবার রাজ্য সরাসরি ধর্ষণ বিরোধী আইন পাশ করল। এটা সূচনা। বাংলা রাস্তা দেখাচ্ছে।”
নির্ভয়া কাণ্ডের এক যুগ পেরিয়ে গেল, নারকীয় জঘন্য অপরাধ শেষ হল না। এই অগস্টে কলকাতার এক তরুণী চিকিৎসককে আমরা হারালাম। রায়গড়ে হারিয়েছি এক আদিবাসী নারীকে। যোধপুরে পনেরো বছর বয়সী, দিল্লিতে ৭ বছর এবং বদলাপুরে দু’জন ৪ বছরের শিশুকন্যাকে।
আজ কথাকে কাজে পরিণত করার শপথ নিই আমরা।…— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) September 3, 2024
এর পরই তিনি রবার্ট ফ্রস্টের (Robert Frost) ‘Stopping by Woods on a Snowy Evening’ কবিতার বিখ্যাত কয়েকটি লাইনের কথা উল্লেখ করেছেন। বাংলা পোস্টটিতে শক্তি চট্টোপাধ্যায়ের বঙ্গানুবাদটিও রেখেছেন – “কিন্তু, কথা আছে, আমায় যেতে হবে/ ঘুমের আগেভাগে, আমায় যেতে হবে/ অনেক পথ বাকি, আমায় যেতে হবে…।” অর্থাৎ ধর্ষণ বিরোধী বিল পাশের পরও তা আইনে পরিণত এবং কার্যকর করার রাস্তা যে দীর্ঘ, তা মনে করিয়ে দিয়েছেন ডেরেক ও ব্রায়েন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.