সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আগমনের সঙ্গে সঙ্গে কুয়াশার চাদরে ঢাকছে সকালের শহর৷ আর তাতেই দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা৷ শনিবার সাত-সকালে ঘন কুয়াশার বলি হলেন ১৩ জন শিক্ষক৷
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে পাঞ্জাবের ফাজিলকা-জলালাবাদ রোডে চাঁদমেরি টোল প্লাজার কাছে একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে৷ ওই গাড়িতেই স্কুলে রওনা উদ্দেশে দিয়েছিলেন ১৪ জন শিক্ষক৷ ঘন কুয়াশায় পথ-ঘাট স্পষ্ট না দেখা যাওয়াতেই ঘটল বিপত্তি৷ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ যাঁদের মধ্যে ছিলেন ৫ জন মহিলা৷ সকলেরই বয়স ৩৫ থেকে ৪০-এর মধ্যে৷ পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে আটজন ফাজিলকার বাসিন্দা৷ পাঁচজনের বাড়ি অবহরে৷ গুরুতর আহত হয়ে পরে প্রাণ হারান গাড়ির চালকও৷ গোটা ঘটনায় একজন শিক্ষকই রক্ষা পেয়েছেন৷ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল৷
এদিকে কুয়াশার জন্য রাজধানীর ট্রেন ও বিমান পরিষেবা ফের বিপর্যস্ত৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, দৃশ্যমানতার অভাবে এদিন ১০১টি ট্রেন দেরিতে চলছে৷ পুরনো ও নয়াদিল্লি স্টেশন থেকে ১৮টি ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে এবং বাতিল করা হয়েছে সাতটি ট্রেন৷
অন্যান্য দিনের মতো এদিনও ব্যাহত বিমান পরিষেবা৷ কমপক্ষে ৫টি আন্তর্জাতিক এবং তিনটি আন্তর্দেশীয় বিমান দেরিতে চলছে বলে খবর৷ দিল্লির পাশাপাশি কুয়াশার জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লুধিয়ানা-সহ উত্তর ভারতের বেশ কিছু শহরের পরিবহণ ব্যবস্থা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.