Advertisement
Advertisement

Breaking News

দোকানদার আক্রান্ত

ফ্রিতে পান না পেয়ে দোকানদারের কান ও ঠোঁট কামড়াল যুবক

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউ শহরের আলমবাগ এলাকায়।

Denied free paan, youth bites vendor's ear and lips

ছবিটি প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:December 26, 2019 6:41 pm
  • Updated:December 26, 2019 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়সা না দিয়েই পান খেতে চেয়েছিল এক যুবক। কিন্তু, তাতে রাজি হননি দোকানদার। এর জেরে তাঁর কান ও ঠোঁট কামড়ে দিল ওই যুবক। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউের আলমবাগ এলাকায়। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লখনউের আলমবাগ এলাকার সুজনপুরে একটি পানের দোকান রয়েছে সতেন্দ্র নামে স্থানীয় এক যুবকের। মঙ্গলবার রাতে অন্যদিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। আচমকা তাঁর দোকানে হাজির হয় পেশায় ভিডিওগ্রাফার শালু(২৮) নামে এক যুবক। তারপর সতেন্দ্রর কাছ থেকে ফ্রিতে একটা পান খেতে চায়। কিন্তু, তাতে রাজি হননি সতেন্দ্র। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে শালু। আচমকা রাস্তা থেকে একটি পাথর কুড়িয়ে সতেন্দ্রকে ছুঁড়ে মারে।

Advertisement

[আরও পড়ুন: ‘এত বিক্ষোভ হবে ভাবতে পারিনি’, CAA নিয়ে ঢোক গিললেন কেন্দ্রীয় মন্ত্রী]

 

তারপর লাফিয়ে উঠে কামড়ে ধরে তাঁর বাঁদিকের কান। অসহ্য যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন সতেন্দ্র। তখন তাঁর নিচের ঠোঁটে কামড়ে দিয়ে এলাকা থেকে পালিয়ে যায় শালু। কিছুক্ষণ বাদে সতেন্দ্রকে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন পথচারীরা। বর্তমানে সেখানেই ভরতি রয়েছেন তিনি।

আক্রান্ত দোকানদারের অভিযোগ, ‘আমি দোকান বন্ধ করার সময় শালু এসে পান চায়। আমি পয়সা চাইলে ও তা দিতে অস্বীকার করে। তখনও আমি তাকে পান দেব না বলে জানাই। এরপরই রাস্তায় থেকে পাথর কুড়িয়ে আমাকে ছুঁড়ে মারে ও। পরে আমার কান ও ঠোঁট কামড়ে দিয়ে পালিয়ে যায়।’

[আরও পড়ুন: প্রশিক্ষণের সময় দুর্ঘটনা, পুনের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে মৃত দুই জওয়ান]

 

এপ্রসঙ্গে আলমবাগ থানার ভারপ্রাপ্ত আধিকারিক একে সাহী বলেন, বুধবার সকালে শালুর নামে অভিযোগ দায়ের হয় থানায়। তারপরই বুধবার রাতে অভিযুক্ত যুবককে লখনউ থেকে গ্রেপ্তার করা হয়। তার নামে মামলা দায়ের করার পাশাপাশি তদন্তও শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement