সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আর রেলের টিকিট কাটার সময়ও ব্যবহার করা যাবে না ৫০০ টাকার বাতিল নোট৷ লোকাল ট্রেনের টিকিট, মেট্রোর টিকিট বা স্মার্টকার্ড রিচার্জ করতে এতদিন পর্যন্ত বাতিল ৫০০ টাকার নোট গ্রহণ করছিল রেল৷ কিন্তু এবার সেই সুবিধাও আর মিলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে৷
রেলের টিকিট ছাড়াও, রেল ক্যান্টিন থেকে খাবার কিনে খাওয়ার ক্ষেত্রেও এতদিন পর্যন্ত বাতিল নোট নেওয়ার পরিষেবা অব্যাহত ছিল৷ কিন্তু শুক্রবার রাত ১২টার পর থেকে সেই নিয়মও বদলে যাবে৷
কেবল দুরপাল্লার ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রেই আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট ব্যবহার করা যাবে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে৷ অর্থাৎ এরপর বাতিল নোট ব্যাঙ্ক ছাড়া আর কোথাও গ্রহণ করা হবে না বলেই জানিয়ে দেওয়া হল কেন্দ্রের পক্ষ থেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.