Advertisement
Advertisement

Breaking News

নোট বাতিল দেশের জিডিপিতে গতি আনবে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

একাধিক কেন্দ্রীয় দফতরের শীর্ষে থেকেও মনমোহন সিং কেন অব্যবস্থার প্রতিকার করতে পারেননি, প্রশ্ন মন্ত্রীর৷

Demonetisation will push GDP growth to 10 per cent: Govt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 3:54 pm
  • Updated:August 9, 2021 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কনোট বাতিলের সিদ্ধান্ত  দেশের আর্থিক উন্নয়নে সহায় হবে৷ নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই মোদি সরকারের একাধিক সদস্য এ দাবি করে আসছেন৷ এবার সেই সুর আরও একধাপ চড়ালেন মোদির মন্ত্রিসভার আরও এক সদস্য৷ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল৷ তাঁর মতে, নোট বাতিলের সিদ্ধান্ত দেশের জিডিপি কে প্রায় ১০ শতাংশ বাড়াবে৷

যদিও বেশকিছু অর্থনীতিবিদ্ দাবি করছেন নোট বাতিলের পদক্ষেপ দেশের অর্থনীতির ব্যপক ক্ষতি করবে৷ তবে তাঁর সেটা মনে হচ্ছে না বলেই জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই সিদ্ধান্ত দেশের জিডিপির বৃদ্ধিতে সহায়ক হবে বলেই মনে করছেন তিনি৷ তাঁর মতে, এতদিন পর্যন্ত দেশের বহু আর্থিক লেনদেনের হিসাব থাকত না, এবং সেগুলিতে দেশীয় অর্খনীতির মধ্যে ধরা হত না৷ এবার থেকে তা আর হবে না বলেও দাবি করেন মেঘাওয়াল৷

Advertisement

যদিও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নোট বাতিলের পদক্ষেপকে পাহাড় প্রমাণ অব্যবস্থা বলে চিহ্নিত করেছেন৷ এদিন মনমোহন সিংকে কটাক্ষ করে মেঘাওয়ালের মন্তব্য, এবার বেশ বোঝা যাচ্ছে একাধিক কেন্দ্রীয় দফতরের শীর্ষে থেকেও মনমোহন সিং কেন অব্যবস্থার প্রতিকার করতে পারেননি৷ প্রসঙ্গত, ১০ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পাশপাশি অর্থমমন্ত্রকের মুখ্য উপদেষ্টা, অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানের মতো পদে ছিলেন মনমোহন সিং৷

পাশাপাশি নোট বাতিলের পদক্ষেপ নেওয়ার আগে দেশের এটিএম ব্যবস্থাকে কেন তার উপযুক্ত করা হল না? সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গোপনীয়তা বজায় রাখতেই আগে থেকে কিছু করা হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement