Advertisement
Advertisement

কালো টাকার বিরুদ্ধে ‘যজ্ঞে’ পাশে থাকায় দেশবাসীকে স্যালুট প্রধানমন্ত্রীর

বিরোধীদের মুখ বন্ধ করতে আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী৷

Demonetisation: PM Narendra Modi salutes people for backing 'yagna' against corruption, terrorism, black money
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2016 4:56 pm
  • Updated:December 8, 2016 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ৷ তাঁদের জন্যই দুর্নীতি, কালো টাকা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘যজ্ঞ’ চালানো সম্ভব হয়েছে দেশজুড়ে৷ বৃহস্পতিবার টুইট করে এর কৃতিত্ব দেশের আম নাগরিকদের দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, দেশবাসীকে স্যালুট জানিয়ে মোদির টুইট, “সরকারি সিদ্ধান্তে কিছু মানুষ সমস্যায় পড়লেও স্বল্পমেয়াদী সমস্যা আপনাদের দীর্ঘমেয়াদি লাভের পথ সুগম করবে৷”

দুর্নীতি ও কালো টাকাকে দেশ থেকে নির্মূল করতে সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহ দেন মোদি৷ এদিনই ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে পরিষেবা কর মকুব করেছে কেন্দ্র৷ টুইট করে প্রধানমন্ত্রী বলেন, আর্থিক বিনিময়ের জন্য সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও ক্যাশলেস লেনদেন আরও বাড়ানোর মতো ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা৷ গরিব, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও ভবিষ্যত প্রজন্মের জন্য ক্যাশলেস লেনদেনের দিকে বাড়তি গুরুত্ব আরোপ করতে হবে বলেও আজ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

Advertisement

আজই কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের এক মাস পূর্ণ হল৷ এখনও দেশের সব প্রান্তে নগদের জোগান স্বাভাবিক হয়নি৷ বরং বিরোধীদের অভিযোগ, প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্তের খেসারত দিতে গিয়ে৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল এক বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, প্রায় ৮ লক্ষ কোটি টাকার দুর্নীতি ঢাকা দেওয়া হয়েছে নোট বাতিলের সিদ্ধান্তের পিছনে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, “দেশের অর্থনীতির অন্ধকারতম অধ্যায়৷ এখনই নির্বাচন হলে বিজেপি হেরে যাবে৷”

বিরোধীরা যেদিন প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ চত্বরে কালা দিবস পালন করছেন, সেদিনই মোদির টুইট করে দেশবাসীকে আস্বস্ত করাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন৷ প্রায় ২ সপ্তাহ ধরে সংসদ অচল করে রেখেছেন বিরোধীরা৷ ব্যাঙ্ক-ডাকঘর-এটিএমে নতুন নোট না পেয়ে হাহাকার করছেন সাধারণ মানুষ৷ এমনকী, খোদ বিজেপি ও সংঘ পরিবারের অন্দরেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এই অবস্থায় প্রধানমন্ত্রী চুপ করে থাকলে বিরোধীরা আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে আঁচ করেই কি আসরে নামলেন প্রধানমন্ত্রী, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement