Advertisement
Advertisement

নোট বাতিলের সিদ্ধান্ত ঐতিহাসিক, দাবি জেটলির

নোট বদলের সিদ্ধান্তে সারাদেশে লেনদেন প্রথা নতুন মাত্রা পেয়েছে৷

Demonetisation is a historic step , said jaitley
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 12:58 pm
  • Updated:August 12, 2021 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত ঐতিহাসিক৷ এতে সারা দেশে লেনদেন নতুন মাত্রা পেয়েছে৷ মঙ্গলবার সংসদে অধিবেশনের শুরুতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এমনকি সংসদে নোট বাতিল নিয়ে আলোচনায় সরকার অংশগ্রহণের জন্যও তৈরি বলে জানান জেটলি৷ তিনি সাফ জানিয়ে দেন, নোট বদলের সিদ্ধান্ত থেকে পিছু হটার কোনও কারণই দেখেন না তিনি৷ নোট বাতিলের সিদ্ধান্তের কারণে দেশের আমজনতার সুবিধাই হয়েছে বলে দাবি করেন তিনি৷ জেটলির দাবি, অন্যান্য দলগুলির বোঝা উচিত এই সিদ্ধান্ত দেশের দারিদ্রসীমার নিচের মানুষকে দীর্ঘকালীন ক্ষেত্রে সুবিধা দেবে৷

বিরোধীদের কিছুটা তোপ দেগে এদিন জেটলি বলেন, অনেকে আবার বলছে এই সিদ্ধান্ত বিজেপির দলীয় সিদ্ধান্ত, অর্থমন্ত্রীও নাকি এই বিষয়ে অবগত ছিলেন না৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement