Advertisement
Advertisement

পুরনো নোট চালানোর শেষ দিন আজ

চিন্তিত মধ্যবিত্তের বাতিল নোট জমা, অদল-বদলের জন্য এবার ভরসা শুধুই ব্যাঙ্ক৷

Demonetisation deadline for using Rs 500, Rs 1000 notes for utilities ends tonight
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 24, 2016 11:20 am
  • Updated:November 24, 2016 11:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাস, আজ মধ্যরাত পর্যন্তই সময়৷ তারপর আর রেলের কাউন্টার, ওষুধের দোকান, হাসপাতাল, শ্মশান, বিমানযাত্রা, পেট্রল পাম্প, জল কিংবা ইলেক্ট্রিকের বিল কোথাও আর ব্যবহার করা যাবে না পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ বাতিল নোট জমা, অদল-বদল, নতুন টাকা তোলার যাবতীয় কাজ এবার শুধুমাত্র হবে ব্যাঙ্কেই৷ সেই সময়সীমাও আগেই বেঁধে দিয়েছে সরকার৷ মাত্র ৩০ ডিসেম্বর৷

৮ তারিখে বাতিলের ঘোষণার পর প্রথমে পেট্রল পাম্প, সরকারি হাসপাতাল, মাদার ডেয়ারি, রেলের কাউন্টার ও শ্মশানে পুরনো নোট ব্যবহারের অনুমতি দিয়েছিল সরকার৷ সেই সময়সীমা ছিল ৭২ ঘণ্টা মাত্র৷ পরে চাপের মুখে সময়সীমা দুই ধাপে বাড়িয়ে দেওয়া হয়৷  ২৪ নভেম্বরের মধ্যরাত পর্যন্ত পুরনো নোটের আয়ু নির্ধারিত করে দেয় সরকার৷ বাড়ানো হয় পুরনো নোট ব্যবহারের স্থানের পরিধিও৷ আজ সেই সময় সীমা শেষ৷

Advertisement

সাধারণ মানুষের কাছে নোট জমা, তোলা এবং বদলানোর একমাত্র আশ্রয় এখন ব্যাঙ্কগুলি৷ সেই সময়সীমাও নির্ধারিত৷ ৩০ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন সাধারণ মানুষ৷ তাই আজ ফের ব্যাঙ্কের সামনে নতুন করে লাইন বাড়ার আশঙ্কা করছেন অনেকেই৷ অন্যান্য সরকার অনুমোদিত জায়গায় নোট বাতিল বন্ধ হওয়া নিয়েও গণ্ডগোলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরাও৷ যদি না কেন্দ্র এই সময়সীমা আরও একটু বাড়িয়ে দেয়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement