Advertisement
Advertisement

Breaking News

বাড়ছে তিরুপতিতে প্রবেশমূল্য, পুজোর খরচ

মন্দির চালাতে খরচ বেড়ে যাওয়ায় আয় কমেছে তিরুপতি মন্দিরের৷

Demonetisation blow, Tirupati temple hikes entrance fee, other charges
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 18, 2017 10:48 am
  • Updated:March 30, 2022 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দির চালাতে খরচ বেড়ে যাওয়ায় আয় কমেছে তিরুপতি মন্দিরের৷ সেই কারণেই মন্দিরের প্রবেশমূল্য ও অন্যান্য পরিষেবার টিকিটের দাম বাড়ানোর পরিকল্পনা করছে মন্দির কর্তৃপক্ষ৷ বর্তমানে তিরুপতিতে পুজো দিতে চাইলে ৫০-৫,০০০ টাকার মধ্যে টিকিট কাটতে হয়৷ সবচেয়ে বেশি বিক্রি হয় ৩০০ টাকার স্পেশাল দর্শন টিকিট৷

(বিধানসভায় বেনজির নিগ্রহের শিকার অধ্যক্ষ, মুলতবি অধিবেশন)

ভিআইপি দর্শনের টিকিটের দাম ৫০০ টাকা৷ এই বিভাগে রোজ অন্তত ২০০০ টিকিট বিক্রি হত৷ কিন্তু মন্দির কমিটির দাবি, সম্প্রতি টিকিট বিক্রি কমেছে ও অন্যান্য খাতে খরচ বেড়ে গিয়েছে৷ মন্দিরের সভাপতি সি কৃষ্ণমূর্তি জানিয়েছেন, ভক্তদের প্রবেশমূল্য ও পুজোর প্রসাদ বিক্রি করে তিরুমালা তিরুপতি দেবস্থানের দৈনিক আয় ছিল প্রায় পাঁচ কোটি টাকা৷ কিন্তু পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর দিন প্রতি গড় আয় প্রায় ১-২ কোটি টাকা কমে গিয়েছে৷ এই লোকসান মেটাতেই টিকিটের দাম বাড়ানো হচ্ছে৷ তবে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তা মাথায় রেখেই টিকিটের নতুন দাম ঠিক করা হবে বলে খবর৷ অন্ধ্রপ্রদেশ সরকার মন্দির কর্তৃপক্ষের এই প্রস্তাবে সম্মতি দিলে তবেই তা কার্যকর হবে৷ মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভক্তদের জন্য বিভিন্ন সেবার টিকিট মূল্য পাঁচ থেকে দশ টাকা করে বাড়ানো হতে পারে৷ তিরুপতি মন্দিরে পুজো দেওয়া ছাড়াও মন্দিরে ন্যাড়া হওয়া, কান বেঁধানো, শ্রীকলহস্তি মন্দিরে পুজো দেওয়া, বিভিন্ন সময় হোম-অর্চনা দেখা, মন্দিরে বাস, গাড়ি করে পৌঁছনো, ব্যাগ রাখা – এমন বিভিন্ন ক্ষেত্রে টিকিট কাটতে হয় ভক্তদের৷

Advertisement

(চলন্ত গাড়িতে অভিনেত্রীর শ্লীলতাহানির পর ভিডিও করল দুষ্কতীরা)

এর আগেও তিরুপতি মন্দিরের কর্মকর্তারা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর কাছে টিকিট মূল্য বাড়ানোর জন্য আবেদন করেছিলেন৷ কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে টিকিটের দাম বাড়াতে রাজি হননি নায়ডু৷ তবে গত কয়েক মাসে যেভাবে দেশের সবচেয়ে ধনী মন্দিরের আয় কমেছে তা নজিরবিহীন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement