Advertisement
Advertisement

নোট বাতিলের পর কর ফাঁকি দেওয়ায় ক্ষমাপ্রার্থী ১২০০ জন

কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়েছে জানেন?

Demonetisation blow: Over 1200 accused pleads guilty of tax evasion
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 9:56 am
  • Updated:March 15, 2017 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর বিভাগ অন্তত ৫৭০টি ফৌজদারি মামলা রুজু করেছে৷ যা গতবছরের চেয়ে অন্তত তিনগুণ বেশি বলে সূত্রের খবর৷ যাঁরা কর ফাঁকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে লাগাতার অভিযান৷ উদ্ধার হয়েছে প্রচুর কালো টাকা৷

[মণিপুরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বীরেন সিং]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অন্তত ১২০০ জন অভিযুক্ত কর ফাঁকি দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন আয়কর বিভাগের কাছে৷ আয়কর বিভাগের এক কর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের পর অভিযুক্তদের ধরপাকড়ে গতি এসেছে৷ ২০১৭-র জানুয়ারি পর্যন্ত অন্তত ৫৭০টি ফৌজদারি মামলা রুজু হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কর ফাঁকি ও আর্থিক তছরুপের মতো অভিযোগ রয়েছে৷ গতবছরে দেশের বিভিন্ন আদালতে ১৯৬টি মামলা দায়ের হয়েছিল৷ আয়কর আইনের আওতায় কর ফাঁকি দিলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে, সঙ্গে জরিমানা ও সুদ জমা দিতে হতে পারে৷

Advertisement

শুধু গোয়া ও কর্নাটকেই আয়কর বিভাগ ৮৫০ জনকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে নোটিস পাঠিয়েছে৷ কয়েকটি নোটিস তো আবার রাজনৈতিক নেতাদের বাড়ি ও সদর দফতরেও পৌঁছে গিয়েছে৷ প্রধানমন্ত্রীর নির্দেশ, কর ফাঁকি দিলে প্রভাবশালীদেরও রেয়াত নয়, বলছেন আয়কর কর্তারা৷ তেলেঙ্গানার এক বিধায়কের কাছ থেকে ৫০০ কোটি কালো টাকা মিলেছে৷ তবে অভিযুক্তদের কাছে ৩১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে হিসাব বহির্ভূত আয়-সহ আত্মসমর্পণ করার সুযোগ রয়েছে৷

[প্রকৃতির জোর ডাক? এবার রেস্তরাঁ-হোটেলে ৫ টাকা দিলেই হিল্লে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement