Advertisement
Advertisement

কালো টাকা রোখার চেষ্টাই আসলে বড় স্ক্যাম: কেজরিওয়াল

প্রধানমন্ত্রী ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার আগে নিজের আত্বীয়-বন্ধুদের জানিয়ে দিয়েছিলেন এই বিষয়টি সম্পর্কে, দাবি কেজরির৷

Demonetisation a major scam: Kejriwal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 12:20 pm
  • Updated:August 12, 2021 7:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইককেই স্ক্যাম আখ্যা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ শনিবার সকালে দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন কেজরিওয়াল৷ আম আদমি পার্টির সুপ্রিমো কেজরি এদিন বলেন, “গত কয়েকদিন আগে দেশে দুর্নীতি রোখার নাম করে বড় ধরনের অবৈধ কার্যকলাপ চালানো হয়েছে৷ প্রধানমন্ত্রী কালোবাজারি রুখতে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার আগে নিজের আত্বীয়-বন্ধুদের জানিয়ে দিয়েছিলেন এই বিষয়টি সম্পর্কে৷ আর সেই সুযোগেই তাঁর পরিচিতরা নিজেদের কালোটাকা লোপাট করে ফেলেছেন৷”

এদিন প্রধানমন্ত্রীকে দোষারোপ করার পাশাপাশি, কেজরি আরও বলেন, “রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেশে কালোটাকার লেনদেন কমানো যাবে না৷ বরং দুর্নীতি রোখার নামে এই টাকার কেবল হাতবদল হবে৷” দিল্লির মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর পাশাপাশি, দেশের বড় ব্যবসায়ীদেরও এক হাত নেন৷ তিনি প্রশ্ন করেন, “কারা কালো টাকা মজুত করে রাখেন? আদানি, আম্বানি, জগদীশ চন্দ্র বাদলদের মত ব্যবসায়ীরা? নাকি রিক্সাওয়ালা, মুচি, শ্রমিক ও কৃষকরা?”

Advertisement

গতকালই বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে মুখ খুলেছিলেন৷ দেশে কালো টাকার রমরমা রুখতে কেন্দ্রের এই সিদ্ধান্তর বিরোধিতা করায় বিরোধীদের কটাক্ষ করেন তিনি৷ আর এরই জবাব হিসাবে পাল্টা শনিবার কেন্দ্রের বিরোধিতায় সরব হলেন কেজরি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement