Advertisement
Advertisement

Breaking News

পুরসভার নির্দেশে অযোধ্যায় ভাঙা পড়বে শতাধিক মন্দির!

পুরোহিতদের মধ্যে বাড়ছে অসন্তোষ৷

 Demolition of dilapidated temples in Ayodhya
Published by: Tanujit Das
  • Posted:December 15, 2018 4:06 pm
  • Updated:December 15, 2018 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হয় আপনারা মেরামত করুন, না হলে পুরসভা নিজ দায়িত্বে ১৭৩টি বিপজ্জনক নির্মাণ ভেঙে দেবে’৷ সম্প্রতি এমনই একটি নোটিস জারি করেছে অযোধ্যা পুরসভায়৷ আর যাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ পুরসভার সেই নোটিসে বলা হয়েছে, মন্দির ও বাড়ি মিলিয়ে এলাকায় রয়েছে ১৭৩টি বিপজ্জনক নির্মাণ৷ যেকোনও সময় সেগুলি ভেঙে পড়তে পারে৷ ফলে শীঘ্রই সেগুলির পুনর্নির্মাণ বা ভেঙে ফেলা প্রয়োজন৷ নাহলে বড় ধরনের কোনও বিপদ ঘটে যেতে পারে৷

[কারাট গোষ্ঠীকে ঘুষ দিয়েছে বিজেপি! বিস্ফোরক দাবি প্রাক্তন সিপিএম সাংসদের]

Advertisement

জানা গিয়েছে, এই কাজের জন্য মাত্র ১৫ দিন বরাদ্দ করা হয়েছে পুরসভার তরফ থেকে৷ যা কার্যত রাতের ঘুম উড়িয়ে দিয়েছে মন্দিরগুলির পরিচালন কমিটির সদস্যদের৷ তাঁদের বক্তব্য, বহু প্রাচীন ওই মন্দিরগুলির পুনর্নির্মাণ করতে গেলে প্রয়োজন বিপুল অর্থ৷ সেই পরিমাণ অর্থ বর্তমানে তাঁদের কাছে নেই৷ অনেকে জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে পুনর্নির্মাণের ব্যবস্থা করা সম্ভবপর নয়৷ ফলে নির্দেশিকা বিবেচনা করে দেখার জন্য পুরসভার কাছে আরজি জানিয়েছেন তাঁরা৷ সূত্রের খবর, পুরসভার জারি করা বিপজ্জনক নির্মাণের তালিকায় থাকা ১৭২টি নির্মাণের মধ্যে রয়েছে শতাধিক রাম ও হনুমান মন্দির৷ রয়েছে ধর্মশালা ও মন্দিরের ভক্তদের থাকার জায়গা৷

[খারাপ আবহাওয়ার জের, হ্যাভলকে আটকে ১২০০ বাঙালি পর্যটক]

পুরসভার এই নির্দেশিকা ঘিরে অসন্তোষ তৈরি হয়েছে মন্দিরগুলির পুরোহিতদের মধ্যে৷ তাঁদের দাবি, মন্দির না ভেঙে সেগুলি নিজ দায়িত্বে পুনর্নির্মাণের ব্যবস্থা করুক উত্তরপ্রদেশ সরকার৷ নতুবা মন্দির কমিটিগুলিকে অর্থ সাহায্য দেওয়া হক সরকারের তরফ থেকে৷ যাতে কমিটিগুলি নিজেরাই এই মেরামতির কাজটা করিয়ে নিতে পারে৷ রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, অযোধ্যার প্রায় সমস্ত মন্দিরের সঙ্গেই ইতিহাসের যোগ রয়েছে৷ সেখানকার এক একটি মন্দিরের বয়স প্রায় চারশো থেকে পাঁচশো বছর বা তারও বেশি৷ এই মন্দিরগুলিকে ভেঙে ফেলা মানে ইতিহাসকে হত্যা করা৷ ফলে এইগুলিকে বাঁচিয়ে রাখতে সরকারের এগিয়ে আসা উচিত৷ যদিও অযোধ্যা পুরসভার অতিরিক্ত কমিশনার সচ্চিদানন্দ সিং জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে কোনও ব্যবস্থা না হলে, পুরসভা নিজেই ১৭৩টি বিপজ্জনক নির্মাণকে ভেঙে দেবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement