Advertisement
Advertisement
Bihar

আনন্দমোহনের মতো মুক্তি দিতে হবে আরও দুই উচ্চবর্ণের ‘গ্যাংস্টার’ নেতাকে! চাপ বাড়ছে বিহারে

উচ্চবর্ণের বলেই অপরাধ থেকে মুক্তি দিতে হবে, আজব দাবি স্থানীয় রাজনৈতিক সংগঠনের।

Demand mounts to free 2 jailed upper-caste politicians in Bihar | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 2, 2023 1:55 pm
  • Updated:May 2, 2023 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যে আশঙ্কা করা হচ্ছিল, তেমনটাই হচ্ছে। বাহুবলি নেতা আনন্দমোহন সিং জেল থেকে মুক্তি পেতেই অন্য গ্যাংস্টার নেতাদের মুক্তি দেওয়ার দাবি জোরাল হচ্ছে বিহারে। চাপ বাড়ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) উপর।

দিন কয়েক আগেই এক আইএএস অফিসার খুনে অভিযুক্ত বাহুবলি নেতা আনন্দমোহন সিংকে মুক্তি দিয়েছে বিহার সরকার। প্রাক্তন আরজেডি (RJD) নেতা আরও একবার সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। এবার একইভাবে আরও দুই বাহুবলি নেতা প্রভুনাথ সিং এবং অনন্ত সিংকে (Anant Singh) মুক্তি দেওয়ার দাবিতে সরব হচ্ছে স্থানীয় একটি রাজনৈতিক সংগঠন। এই দুই নেতাই উচ্চবর্ণের। মূলত সেটাই এদের মুক্তির দাবি জোরাল হওয়ার কারণ।

Advertisement

[আরও পড়ুন: আচমকাই ইস্তফা এনসিপি প্রধান শরদ পাওয়ারের, ভবিষ্যৎ নেতা কে?]

এই প্রভুনাথ সিং (Prabhunath Singh) মহারাজগঞ্জের চারবারের সাংসদ। জনতা দলের প্রাক্তন বিধায়ক অশোক সিংকে হত্যার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড কাটাচ্ছেন তিনি। ২০১৭ সাল থেকে প্রভুনাথ জেলে। আর অনন্ত সিং বিহারে গ্যাংস্টার নেতা হিসাবে পরিচিত। ২০১৯ সালে অস্ত্র আইনে ১০ বছরের জেল হয়েছে তাঁর। আপাতত দু’জনেই জেলে। আবার উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে দু’জনেই জনপ্রিয়। এঁদের মধ্যে প্রভুনাথ শুধু আরজেডির সঙ্গে যুক্ত ছিলেন। আর অনন্ত সিং আরজেডি-জেডিইউ (JDU) দুই দলেই থেকেছেন।

[আরও পড়ুন: ফের রাজনৈতিক হত্যা ঘিরে উত্তপ্ত ময়না, বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে ‘খুন’!]

স্বর্ণ কান্তি দল (Swarna Kanti Dal) নামের একটি রাজনৈতিক দল এই দুই নেতাকে জেল থেকে ছাড়ানোর জন্য প্রচার শুরু করে দিয়েছে। এই স্বর্ণ কান্তি দলের নেতা কৃষ্ণ কুমার কাল্লু ইতিমধ্যেই নীতীশ কুমারের কাছে জোরাল দাবি জানিয়েছেন, আনন্দ মোহনের মতো করে এই নেতাদেরও জেল থেকে মুক্তি দিতে হবে। ইতিমধ্যেই এঁদের মুক্তির দাবিতে বিহারজুড়ে পোস্টার পড়েছে। কৃষ্ণ কুমার কাল্লু বলছেন, আগামী দিনে এই দুই নেতার জন্য পথে নেমে আন্দোলন করবে তাঁর সংগঠন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement